মাদক মেশানো পানীয় খাইয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কনস্টেবল এবং হোমগার্ডের বিরুদ্ধে।
নির্যাতিতার অভিযোগ, ফোনে তাঁকে নানা ভাবে উত্ত্যক্ত করতেন অভিযুক্তেরা। শুধু তা-ই নয়, আপত্তি জানালে তাঁকে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে বার বার ধর্ষণ করা হয়েছে বলে দাবি নির্যাতিতার। দুই অভিযুক্তের বিরুদ্ধে বেশ কয়েক বার থানাতেও গিয়েছিলেন অভিযোগ জানাতে। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি নির্যাতিতার।
আরও পড়ুন:
বার বার থানায় গিয়েও কোনও সুরাহা না হওয়ায় শেষে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নির্যাতিতার অভিযোগ নেয় পুলিশ। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে কনস্টেবল এবং হোমগার্ডের বিরুদ্ধে। খুব শীঘ্রই দু’জনকে গ্রেফতার করা হবে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই নির্যাতিতার আত্মীয় এবং পড়শিরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান।