মায়ের সামনেই তাঁর আড়াই বছরের মেয়েকে ধর্ষণ। তার পর খুনও! এই অভিযোগে মুম্বইয়ে সেই মা এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণ এবং তার উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল। যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি। সেই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার মা-ই। চিকিৎসকদের জানিয়েছিলেন, তাঁর মেয়ে মৃগী রোগে আক্রান্ত। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু মেডিক্যাল পরীক্ষায় শিশুটির যৌনাঙ্গে ক্ষত দেখতে পেয়েই সন্দেহ হয় চিকিৎসকদের। এর পরেই তাঁরা পুলিশে খবর দেন।
মুম্বইয়ের মালবনী থানায় অভিযুক্ত মা এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার খুন, ধর্ষণ এবং পকসোর ধারায় মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মহিলার বয়স ৩০। আর তাঁর প্রেমিকের বয়স ১৯। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বছর তিনেক আগে মহিলার বিবাহবিচ্ছেদ হয়েছিল। মহিলা যখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময় তাঁর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এর পর তিনি ওই কন্যাসন্তানের জন্ম দেন। মেয়েকে নিয়ে নিজের বাপের বা়ড়িতেই থাকছিলেন মহিলা। সেই সময়ে তাঁর সঙ্গে ওই যুবকের প্রেম হয়। অভিযোগ, রবিবার রাতে ওই যুবকই শিশুটিকে ধর্ষণ করেন তার মায়ের সামনে।
পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত মা। পরে মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের বিষয়টি ধরা পড়তেই থানায় ফোন করা হয় হাসপাতাল থেকে।