মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরাখণ্ডে। রুদ্রপ্রয়াগে ওই মহিলাকে গণধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন গ্রামের প্রধান। আরও এক অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত ২৩ অগস্টের। সোমবার এই ঘটনার কথা জানায় পুলিশ। গত ২৫ অগস্ট পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার পরেই মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়। তাতে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
তদন্তে নেমে গত রবিবার ভগবান সিংহ নামে গ্রামের প্রধানকে গ্রেফতার করে পুলিশ। সোমবার গ্রেফতার করা হয় আরও এক অভিযুক্ত রোশন সিংহকে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছে রাজ্য মহিলা কমিশন।