, ১৩ নভেম্বর: শনিবার তেলঙ্গানায় নরেন্দ্র মোদীর জনসভার সময় এক তরুণী বাতিস্তম্ভে উঠে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। প্রধানমন্ত্রী বারবার তাঁকে নেমে আসতে বলেন। তিনি তাঁর কথা শুনবেন বলেও আশ্বাস দেন। তেলঙ্গানার সেই তরুণী এ বার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুললেন।
বিরোধীদের দাবি, স্থানীয় সংবাদমাধ্যমের সামনে ওই তরুণী তেলুগুতে বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে মানুষকে বিভাজন করা হচ্ছে। ধর্ম, জাতের নামে উস্কানি দেওয়া হচ্ছে। প্রতি দিন ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটছে। কিন্তু সরকার কোনও পদক্ষেপ করছে না। মোদী জমানায় সমস্ত সরকারি ক্ষেত্রের বেসরকারিকরণ হচ্ছে। আমার
মতো নাগরিকদের কোনও জায়গা থাকছে না।’’
শনিবার মোদী তেলঙ্গানার সেকেন্দরাবাদে দলিতদের সব থেকে বড় সম্প্রদায় মাদিগাদের সামাজিক সংগঠন ‘মাদিগা সংরক্ষণ পোরাটা সমিতি’-র সভায় যান। সেখানেই তরুণী বাতিস্তম্ভে উঠে পড়েন।
তরুণীর অভিযোগকে হাতিয়ার করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, ‘‘মোদী সরকার ও বিজেপি দেশের তরুণদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে। ওই তরুণী দেশের আসল সমস্যার দিকে মোদীর নজর ঘোরাতে চেয়েছিলেন। তরুণ প্রজন্ম মোদী সরকারের লোক ঠকানোর কৌশলে হতাশ। তারা চাকরি চায়। তার বদলে ৪৫ বছরের সর্বোচ্চ বেকারত্বের হার মিলেছে। আর্থিক, সামাজিক সাম্য চেয়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অসাম্য মিলেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)