গাড়ি থামাতে বলেছিলেন মহিলা ট্র্যাফিক কনস্টেবল। শুনলেন না মত্ত অটোচালক। উল্টে কনস্টেবলকেই টেনেহিঁচড়ে নিয়ে গেলেন কয়েকশো মিটার! সম্প্রতি মহারাষ্ট্রের সাতারায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ট্র্যাফিক কনস্টেবলের নাম ভাগ্যশ্রী যাদব। ঘটনার সময় সাতারা শহরের একটি ক্রসিংয়ে কর্তব্যরত ছিলেন তিনি। একটি অটোকে দ্রুতগতিতে ছুটে আসতে দেখে আটকানোর চেষ্টা করেন ওই মহিলা কনস্টেবল। কিন্তু অভিযোগ, চেকিংয়ের জন্য চালককে গাড়ি থামাতে বললেও তিনি থামেননি। বরং ওই ট্র্যাফিক পুলিশকে ধাক্কা মেরে মাটিতে ফেলে টেনেহিঁচড়ে অন্তত ১২০ মিটার নিয়ে যান অটোচালক।
আরও পড়ুন:
সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন নেটব্যবহারকারীরা। তাতে দেখা যাচ্ছে, দ্রুতগতিতে ছুটছে একটি অটো। অটোর চাকায় আটকে গিয়েছেন এক মহিলা ট্র্যাফিক কনস্টেবল। কয়েকশো মিটার পর্যন্ত ওই পুলিশকর্মীকে টেনে নিয়ে যায় অটোটি। শেষমেশ পথচারীরা কোনও ভাবে গাড়িটিকে থামিয়ে ওই পুলিশকর্মীকে উদ্ধার করেন। জানা গিয়েছে, অটোচালকের নাম দেবরাজ কালে। তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন পথচারীরাই। ওই যুবক সে সময় মত্ত অবস্থায় ছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে।