রাস্তায় বাইক চালিয়ে যাওয়ার সময় মাঝখানে চলে এসেছিল একটি বনবিড়াল। তার পরেই সেই বনবিড়ালের গায়ে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে দেন তিন জন। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় এক মহিলা এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ভোজপুর থানা এলাকায় ঘটনাটি ঘটলেও ইমেল মারফত অভিযোগ দায়ের হয় দিল্লির বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোয়। তার পরেই সক্রিয় হয় পুলিশ। দায়ের হয় এফআইআর।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাইকআরোহী মহিলা এবং তাঁর দুই সঙ্গী কুসংস্কারের বশেই বিড়ালটিকে মেরে ফেলেছেন। এই ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদে পুলিশের এক আধিকারিক জানান, গোটা ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের তোলা ভিডিয়োটি প্রকাশ্যে আনেনি পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ আইনেও মামলা রুজু হয়েছে। দোষ প্রমাণিত হলে তাঁদের সর্বোচ্চ তিন বছরের সাজা এবং এক বছরের জেল হতে পারে।