Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Woman Gives Birth in Train

মধ্যপ্রদেশে যাওয়ার পথে সন্তান প্রসব তরুণীর, ট্রেনের নামেই সদ্যোজাতের নাম

রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ)-র ইনস্পেক্টর মঞ্জু মাহোবে জানান, ভোপাল এবং বিদিশার মাঝে প্রসববেদনা শুরু হয় ওই যাত্রীর।

image of train

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৮:৩৬
Share: Save:

চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম দিলেন ২৪ বছরের তরুণী। রেলের তরফে শনিবার জানানো হয়েছে, মুম্বই-বারাণসী কামায়নী এক্সপ্রেসে সওয়ার ছিলেন তিনি। শুক্রবার ভোরে মধ্যপ্রদেশের বিদিশা জেলায় সন্তান প্রসব করেছেন। পরিবারের সদস্যেরা ট্রেনের নামেই সদ্যোজাতের নাম রেখেছেন।

স্বামীর সঙ্গে মহারাষ্ট্রের নাসিক থেকে মধ্যপ্রদেশের সাতনায় যাচ্ছিলেন তরুণী। রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ)-র ইনস্পেক্টর মঞ্জু মাহোবে জানান, ভোপাল এবং বিদিশার মাঝে প্রসববেদনা শুরু হয় ওই যাত্রীর। ওই কামরারই দুই মহিলা যাত্রী এগিয়ে এসে তরুণীকে সাহায্য করেন। অন্য যাত্রীরা আরপিএফে খবর দেন।

বিদিশা স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। সেখান থেকে মা এবং সদ্যোজাতকে হরদা জেলা হাসপাতালে পাঠানো হয়। আরপিএফের তরফে জানানো হয়েছে, দু’জনেই সুস্থ রয়েছেন। আরপিএফের ইনস্পেক্টর মঞ্জু জানিয়েছেন, ট্রেনের নামে শিশুটির নাম রাখা হয়েছে ‘কামায়নী’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RPF Indian Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE