প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন স্ত্রী। পরকীয়ার জন্য স্ত্রীকে ‘শাস্তি’ দিয়েছেন স্বামী। রাস্তায় অর্ধনগ্ন করে ঘোরানো হয়েছে ওই মহিলাকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহুদ জেলায়। ভিডিয়ো ভাইরাল হতেই তা নজরে আসে প্রশাসনের। ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে এই কাজে সহযোগিতা করায় অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
দাহুদ জেলার ধানপুর এলাকা আদিবাসী অধ্যুষিত। সেখানেই ৬ জুলাই ঘটেছে এই ঘটনা। জেলার এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘‘নির্যাতিতা সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। তাঁর স্বামী এবং গ্রামবাসীরা তাঁদের ধরে গ্রামে ফিরিয়ে আনে। ৬ জুলাই জনসমক্ষে মহিলাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। ভিডিয়োতে অভিযুক্তদের দেখে আমরা তাঁদের গ্রেফতার করেছি।’’ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।