Advertisement
১৯ মে ২০২৪
Malad

ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন মহিলা, তারপর...

মুম্বইয়ের ব্যস্ত মালাড স্টেশন। রোজ দিনের মতোই ভিড় থিকথিক করছে ট্রেন ও প্ল্যাটফর্মে। এরমধ্যেই একটি ট্রেন এলে তাতে ওঠবার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের। ইতিমধ্যেই গতি নিয়ে নিয়েছে ট্রেনটি।

এভাবেই ছিটকে পড়া মহিলাকে বাঁচান ওই যুবক। ছবি: টুইটার

এভাবেই ছিটকে পড়া মহিলাকে বাঁচান ওই যুবক। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৪
Share: Save:

মুম্বইয়ের ব্যস্ত মালাড স্টেশন। রোজ দিনের মতোই ভিড় থিকথিক করছে ট্রেন ও প্ল্যাটফর্ম। এর মধ্যেই একটি ট্রেন এলে তাতে ওঠবার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের। মুহূর্তেই গতি নিয়ে ছেড়ে দেয় ট্রেনটি। আর ঠিক তখনই আচমকা ভিড় ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন এক মহিলা।

চরম আশঙ্কায় যখন চমকে উঠেছেন সকলে, তখনই বিপদ বুঝতে পেরে এগিয়ে এলেন এক যুবক। প্ল্যাটফর্ম থেকে চলন্ত ট্রেনের নীচে পড়ে যাওয়ার ঠিক আগে ওই মহিলাকে টেনে আনলেন অবিশ্বাস্য ভাবে। এবং এই কাজে তাঁকে সাহায্য করলেন এক জন জিআরপি কর্মী।

ঘটনাটি ২২ ফেব্রুয়ারির হলেও, গত ২৪ ফেব্রুয়ারি সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিয়োতে সামনে আসে এই খবরটি। সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী ট্রেনে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান নীচে পড়ে যান ওই মহিলা। কিন্তু ওই ব্যক্তি এবং রেল পুলিশের সৌজন্যেই কোন বড় বিপদ ঘটেনি।

এর পর বারবার প্ল্যাটফর্মে ঘোষণা করা হয় যাত্রীদের সাবধানে ট্রেনে ওঠানামা করবার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই প্রশংসায় ভরিয়ে দেওয়া হয় ওই যুবক এবং পুলিশকর্মীকে। তাঁদের উপস্থিত বুদ্ধিরও প্রশংসা করেন অনেকে।

আরও পড়ুন: পুলওয়ামা হামলায় ব্যবহৃত সেই গাড়ির মালিককে চিহ্নিত করল এনআইএ

আরও পড়ুন: খবর থাকা সত্ত্বেও জওয়ানদের মৃত্যুর মুখে ঠেললেন, রাজনীতি করবেন বলে? আক্রমণাত্মক মমতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malad Mumbai Indian Railways Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE