এক মহিলাকে ন্যাড়া ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠল। বেধড়ক মারে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছিল মহিলার। নির্যাতন থেকে রেহাই পেতে বার বার ‘প্রার্থনা’ জানালেও তা থেকে রেহাই পাননি নির্যাতিতা। তিনি সহ-দু’জন রহস্যজনক ভাবে নিখোঁজ।
হানমকোন্ডা জেলার ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ‘পালিয়ে যাওয়া’র শাস্তি হিসাবে মহিলা ও তাঁর প্রেমিকের উপরে নির্যাতন চালানো হচ্ছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। স্থানীয় সূত্রে খবর, ১০ বছর আগে বিয়ে হওয়া তিন সন্তানের বাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মহিলা। তাঁরা আবার আত্মীয়ও। আলাদা সংসার করতে চেয়ে পালানোর চেষ্টা করেছিলেন তাঁরা। তবে স্বামী ও ওই মহিলার নিখোঁজ হওয়ার পরে বিষয়টি নিজের পরিবারে জানিয়েছিলেন স্ত্রী। এর পরেই জামাই ও তাঁর প্রেমিকার খোঁজ শুরু করা হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে।
আরও পড়ুন:
এক সময়ে প্রেমিক যুগলকে ধরা হয়। তার পরেই চালানো হয় নির্যাতন। এমনকি দু’জনকে বেঁধে কোথাও নিয়ে যাওয়া হয়। তার পর থেকেই তাঁরা নিখোঁজ। ওই দু’জনের খোঁজ পেতে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।