‘ইয়ারানা’ ছবিতে অমিতাভ বচ্চনের আলো লাগানো পোশাকের কথা মনে আছে? ‘সারা জমানা’ গানটিতে তাঁকে ওই পোশাক পরে নাচতে দেখা গিয়েছিল। এ বার বড়পর্দা থেকে সরাসরি বাস্তবে সেই পোশাকের আবির্ভাব! দীপাবলির আগে নেটমাধ্যমে একটি পুরনো ভিডিয়ো ফের ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক মহিলার শাড়িতে আলো লাগানো রয়েছে। সেগুলি জ্বলছে, নিভছে।
শুক্রবার দীপাবলি। তার আগে আলো লাগানো এই শাড়ি ঘিরে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। @জার্নালিস্টরফি নামে এক টুইটার গ্রাহক সেই ভিডিয়ো পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমি নিশ্চিত দীপাবলিতে আপনি যে শাড়িই পরুন না কেন, অভিনব এই শাড়ির সঙ্গে তা পাল্লা দিতে পারবে না! অমিতাভ বচ্চনের পর আর কাউকে এমন পোশাক পরতে দেখিনি।’
What's your #DeepavaliSaree like? Am sure your #DiwaliSari can't match this one ... Never seen anything quite like this after #AmitabhBachchan #SaaraZamaanaHaseenonKaDeewana #Yaarana !! pic.twitter.com/Y4VUv9UgNL
— Syed Mohammed Rafi (@JournalistRafi) November 1, 2021
আরও পড়ুন:
এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর এক টুইটার গ্রাহক লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে শরীরে তারা চমকাচ্ছে।’ আবার আর এক জন লিখেছেন, ‘দীপাবলিতে প্রদীপ জ্বালানোর কোনও প্রয়োজনই নেই।’