Advertisement
০৫ মে ২০২৪

বিদ্যুৎ পরিবহণে সহায়তা বিশ্ব ব্যাঙ্কের

উত্তর-পূবের্র্ বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার উন্নয়নের জন্য পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (পিজিসিআইএল) এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের (টিএসইসিএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হল। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এই পরিবাহী ব্যবস্থা গড়ে উঠবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি, পিজিসিআইএল এবং টিএসইসিএলের প্রধানদের উপস্থিতিতে আজ রাজ্য সচিবালয়ে চুক্তি স্বাক্ষর হয়।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৫ ০৩:২৩
Share: Save:

উত্তর-পূবের্র্ বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার উন্নয়নের জন্য পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া (পিজিসিআইএল) এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের (টিএসইসিএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হল। বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এই পরিবাহী ব্যবস্থা গড়ে উঠবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি, পিজিসিআইএল এবং টিএসইসিএলের প্রধানদের উপস্থিতিতে আজ রাজ্য সচিবালয়ে চুক্তি স্বাক্ষর হয়।

ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিদ্যুৎ পরিবহণ ও বন্টন হবে এই মেগা প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৫১০০ কোটি টাকা। তবে এর মধ্যে শুধু ত্রিপুরার জন্যই খরচ ধরা হয়েছে ১ হাজার ৩৭২ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্র দেবে ৬৯৩.৫ কোটি টাকা, রাজ্য সরকারের দেয় ৬৮ কোটি টাকা এবং বিশ্ব ব্যাঙ্ক দেবে ৬১০.৮ কোটি টাকা। বিশ্ব ব্যাঙ্কের দেয় ঋণ অবশ্য রাজ্যের ঘাড়ে বতা:বে না। এই দায় বইবে কেন্দ্রীয় সরকারই।

ত্রিপুরা ছাড়া অন্য রাজ্যগুলিমেঘালয়, অসম, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে জমি সংক্রান্ত সমস্যা থাকায় প্রকল্পের কাজ একই সঙ্গে শুরু করা যাচ্ছে না। পিজিসিআইএলের চেয়ারম্যান আর এন নায়েক বলেন, “প্রথমে ত্রিপুরাতেই এই প্রকল্পের কাজ শুরু হবে।” আশা করা হচ্ছে, আগামী চার বছরে ত্রিপুরার প্রকল্পটির কাজ শেষ হবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “নতুন পরিবাহী ব্যবস্থা চালু হলে উপকৃত হবে ত্রিপুরা।” উল্লেখ্য, পালাটানা প্রকল্প ছাড়াও রাজ্যে আরও কয়েকটি বিদ্যুৎ প্রকল্প থেকে পুরোদমে উৎপাদন শুরু হলে ত্রিপুরায় বিদ্যুৎ উদ্বৃত্ত হবে। নয়া পরিবাহী ব্যবস্থার মাধ্যমে বাড়তি বিদ্যুৎ দেশের অন্যত্র পাঠানো সহজ হয়ে যাবে। এর ফলে ত্রিপুরায় শিল্প বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে বলে মানিকবাবু আশা প্রকাশ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world bank agartala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE