Advertisement
E-Paper

‘আমাদের দেশপ্রেম শেখাবেন না’, সংসদে আক্রমণাত্মক ইয়েচুরি

সুযোগ পেয়েই তার সদ্ব্যবহার করতে ভুললেন না রাজ্যসভা সদস্য, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ‘দেশপ্রেম’ ইস্যুতে সরাসরি বিঁধলেন বিজেপি সরকারকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫২

সুযোগ পেয়েই তার সদ্ব্যবহার করতে ভুললেন না রাজ্যসভা সদস্য, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

‘দেশপ্রেম’ ইস্যুতে সরাসরি বিঁধলেন বিজেপি সরকারকে। তাঁর অভিযোগ, ‘দেশপ্রেম’-এর ইস্যুটি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজনের কৌশল নিয়েছে বিজেপি।

রাজ্যসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে তাঁর ভাষণে এ দিন ইয়েচুরি বলেন, ‘‘আমাদের দেশপ্রেম শেখাবেন না। দেশপ্রেম বলতে ঠিক কী বোঝায়, তা আমরা জানি। আমরা মেকি দেশপ্রেমিক নই। দেশপ্রেম কখনওই আমাদের অসহিষ্ণু হয়ে উঠতে দেয়নি। জাতীয়তাবাদ আর দেশপ্রেমের নামে গোটা একটা বিশ্ববিদ্যালয়কে (জেএনইউ) কাঠগড়ায় দাঁড় করাবেন না।’’

আরও পড়ুন- নীরবতা ভাঙতে সংসদই মঞ্চ সুগতের।

সন্দেহ নেই, ইয়েচুরির ওই মন্তব্যের লক্ষ্য ছিল বিজেপি-ই।

বস্তুত, এ দিন বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটনির সঙ্গে জোর বিতর্কে জড়িয়ে পড়েন ইয়েচুরি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ঘটনা ও হায়দরাবাদের গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা নিয়ে ইয়েচুরি কড়া সমালোচনা করেন সরকারের। ইয়েচুরি বলেন, ‘‘জেএনইউ-য়ে সরকার ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রকাশ্যে মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত।’’

ইয়েচুরির ওই মন্তব্যের প্রেক্ষিতে পরে তাঁর ভাষণে জেটনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাধীন মত প্রকাশের অধিকার অব্শ্যই থাকা উচিত। কিন্তু এটাও দেখতে হবে, তা যেন অসহিষ্ণু হয়ে না ওঠে।’’

sitaram yechury in rajya sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy