আরও জটিল কর্নাটক জট। নতুন মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। প্রোটেম স্পিকার পদে বিজেপি বিধায়ক বোপাইয়ার মনোনয়নকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। শনিবার বিকেল ৪টেয় কর্নাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বি এস ইয়েদুরাপ্পাকে। তার কয়েক ঘণ্টা আগে সকাল ১০টায় প্রোটেম স্পিকার নিয়োগ সংক্রান্ত মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে। সেই মামলার রায় কী হয়, তার উপরে বেশ কানিকটা নির্ভর করছে ইয়েদুরাপ্পা সরকারের ভবিষ্যৎ।
টানা ৮ বার নির্বাচিত কংগ্রেস বিধায়ক দেশপাণ্ডে বর্তমানে কর্নাটক বিধানসভার সবচেয়ে পুরনো বিধায়ক। প্রথা অনুযায়ী প্রোটেম স্পিকার মনোনীত হওয়ার কথা ছিল তাঁরাই। কিন্তু দেশপাণ্ডেকে প্রোটেম স্পিকার না করে ৫ বারের বিজেপি বিধায়ক কে জি বোপাইয়াকে ওই পদে বসানো হয়েছে। আস্থা ভোটে স্পিকারের সক্রিয় সমর্থন পাওয়ার লক্ষ্যেই প্রথা ভেঙে দেশপাণ্ডের বদলে বোপাইয়াকে প্রোটেম স্পিকার করা হল বলে কংগ্রেস-জেডি(এস) অভিযোগ করছে। বোপাইয়ার মনোনয়নকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জও জানানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্ট বোপাইয়াকে প্রোটেম স্পিকার করার বিরুদ্ধে রায় দিলে তা ইয়েদুরাপ্পা তথা বিজেপি-র জন্য বেশ বড় ধাক্কা হবে।
কংগ্রেসে এবং জেডি(এস) নিজেদের বিধায়ক দলকে হায়দরাবাদে পাঠিয়ে দিয়েছে বৃহস্পতিবার রাতেই। আস্থাভোটের আগে যাতে বিধায়ক ভাঙাতে না পারে, তা নিশ্চিত করতেই এই বন্দোবস্ত। কিন্তু বিধায়ক ভাঙানোর খেলা তাও চলছে বলে কংগ্রেস এবং জেডি(এস) অভিযোগ করেছে। কংগ্রেস বৃহস্পতিবার একটি অডিও টেপ প্রকাশ করেছে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে, ওই অডিও টেপে যে কথোপকথন শোনা যাচ্ছে, তা খনিয়া মাফিয়া জনার্দন রেড্ডির সঙ্গে রায়চুর গ্রামীণ কেন্দ্রের কংগ্রেস বিধায়কের টেলিফোন কথোপকথন। কংগ্রেস বিধায়ককে ফোন করে জনার্দন রেড্ডি বলেছেন, আস্থা ভোটে ইয়েদুরাপ্পাকে সমর্থন করতে। অভিযোগ কংগ্রেসের। টুইটারে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘‘জনার্দন রেড্ডি স্পষ্ট ভাবে বলছেন, বিজেপি সভাপতি অমিত শাহের সমর্থন পেয়েই তিনি ঘোড়া কেনাবেচা করছেন।’’