কুম্ভমেলার পদপিষ্টের ঘটনা ও মৃত্যু নিয়ে যতই বিতর্ক হোক, তাকে গুরুত্ব দিতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত কাল লখনউয়ের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ এবং ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে একটি আলোচনা সভা ছিল।
সেখানে ভাষণ দেওয়ার সময়ে কুম্ভের পদপিষ্টের প্রসঙ্গ তুলে যোগী দাবি করেছেন, মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা সরকার দ্রুত নিয়ন্ত্রণ করেছিল এবং গুজব বা আতঙ্ক ছড়ানোর সুযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, “খারাপ সময়ে অনেকেই হাল ছেড়ে দেন, কিন্তু প্রকৃত নেতারই কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে।” মহাকুম্ভ সফল হয়েছে দাবি করে তিনি ভক্ত, সাধু ও প্রশাসনের যৌথ উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)