Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

বিরোধী দলের নেতা-নেত্রীদের নিরাপত্তার বহরে কাটছাঁট করলেন যোগী

মুলায়ম-অখিলেশ, মায়াবতী-সহ একাধিক বিরোধীদলের নেতা-নেত্রীদের নিরাপত্তার বহরে কাটছাঁট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তার বহর বাড়ানো হল বর্ষীয়ান বিজেপি নেতা বিনয় কাটিয়ারের।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ১৫:৫১
Share: Save:

মুলায়ম-অখিলেশ, মায়াবতী-সহ একাধিক বিরোধীদলের নেতা-নেত্রীদের নিরাপত্তার বহরে কাটছাঁট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তার বহর বাড়ানো হল বর্ষীয়ান বিজেপি নেতা বিনয় কাটিয়ারের।

শনিবার রাতে প্রিন্সিপাল সেক্রেটারি (হোম), এডিজি (গোয়েন্দা বিভাগ), এডিজি (নিরাপত্তা)-কে নিয়ে নেতা-নেত্রীদের নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই স্থির হয় নিরাপত্তা বহরে কাটছাঁট করার বিষয়টি। বৈঠকের পর ওই রাত থেকেই তা কার্যকর করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সব মিলিয়ে উত্তরপ্রদেশের মোট ১৫১ জন নেতা-মন্ত্রীরা সরকারি নিরাপত্তা পাচ্ছিলেন। তার মধ্যে ১০৫ জনের সরকারি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার বহরে কাটছাঁট করা হয়েছে ৪৬ জনের। ওই ১০৫ জনের মধ্যে রয়েছে বিএসপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ সতীশচন্দ্র মিশ্র, অলোক রঞ্জন, সমাজবাদী পার্টির নেতা আসু মালিক এবং অতুল প্রধানের মতো নেতারা।

আরও পড়ুন: ৯ বছরের মেয়েকে রড দিয়ে মার গো-রক্ষকদের!

সম্প্রতি একটি বৈঠকে যোগী নেতা-মন্ত্রীদের নিরাপত্তা কমিয়ে আনার একটি ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘স্ট্যাটাস সিম্বলের উপর ভিত্তি করে সরকারি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ানোর কোনও প্রয়োজন নেই। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার থেকে তাঁদের উচিত সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

VIP security Yogi Adityanath Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE