চরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার সঙ্গে পাকিস্তানের চার গোয়েন্দা আধিকারিকের সরাসরি যোগাযোগ ছিল। তদন্তকারীদের এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইম্স’। শুধু তা-ই নয়, ওই সূত্রের দাবি, জ্যোতির পাক সফরের সময় তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করে দিয়েছিলেন পাকিস্তানের ওই গোয়েন্দা আধিকারিকেরা।
ঘটনাচক্রে, পাকিস্তান সফরের সময় জ্যোতির সঙ্গে পরিচয় হয় স্কটিশ ইউটিউবার ক্যালাম মিলের। সেই ইউটিউবার পরে দাবি করেন, গত বছরের মার্চে পাকিস্তান সফরের সময় আনারকলি বাজারে ভিডিয়ো শুট করার সময় বেশ কয়েক জন বন্দুকধারীকে একে-৪৭ হাতে ঘুরতে দেখেন। তাঁদের জ্যাকেটে লেখা ছিল ‘নে ফিয়ার’। ক্যালাম দাবি করেন, এত জন বন্দুকধারীকে দেখে আশ্চর্যই হয়েছিলেন তিনি। তার পরই জ্যোতির সঙ্গে দেখা হয়। সেই ভিডিয়োর সূত্র ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ওই বিশেষ নিরাপত্তা ছিল জ্যোতির জন্যই? তদন্তকারীদের সূত্রে দাবি করা হয়েছে যে, জ্যোতির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তানে। তবে আনারকলি বাজারে যে বন্দুকধারীদের দেখা গিয়েছে, সেই ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
শীর্ষস্তরের এক তদন্তকারী পুলিশ আধিকারিক ‘হিন্দুস্তান টাইম্স’-কে জানিয়েছেন, জ্যোতির তিনটি ফোন থেকে ১২ টিবি (টেরাবাইট) তথ্য উদ্ধার করা হয়েছে। ল্যাপটপের তথ্য পরীক্ষা করা হচ্ছে। ওই আধিকারিকের দাবি, ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, জ্যোতির সঙ্গে অন্ততপক্ষে চার জন পাক গোয়েন্দার সরাসরি যোগাযোগ ছিল। শুধু তা-ই নয়, পাক সফরে জ্যোতির জন্য বিশেষ ব্যবস্থার আয়োজনও করা হয়েছিল। জ্যোতির ডিজিটাল তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। সেই চার জন পাক গোয়েন্দার নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে ওই আধিকারিক দাবি করেছেন।
সূত্রের খবর, জ্যোতির কথোপকথনের তথ্য, কাদের ফোন করেছিলেন সেই তথ্য, ভিডিয়ো ফুটেজ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত ফরেন্সিক রিপোর্টে পাওয়া তথ্য প্রমাণ করছে যে চার পাক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। পুলিশ সূত্রে খবর, গোয়েন্দারা কে কোন পদে আছেন, সে বিষয়েও ওয়াকিবহাল ছিলেন জ্যোতি। দিল্লিতে পাক হাই কমিশনের বহিষ্কৃত আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে যোগাযোগের বিষয়টি আগেই স্পষ্ট হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দানিশের মাধ্যমেই পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার জ্যোতিকে হরিয়ানার হিসার আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।