সোশ্যাল মিডিয়ায় ফের ঝড়ের মুখে জাইরা ওয়াসিম। তবে এ বার নিজের কোনও পোস্টের জন্য নয়। বরং মা জারকা ওয়াসিমের বহু পুরনো একটি পোস্ট ঘিরে ট্রোল করা হল জাইরাকে।
গত ২০১৪-তে ভারতের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করেন জাইরার মা জারকা ওয়াসিম। ২১ মার্চের সেই পোস্টের একটিতে লেখা ছিল, ‘কিপ কাম অ্যান্ড ডিফিট ইন্ডিয়া’। কিছু ক্ষণ পরে তা আপডেট করে জারকা ক্যাপশন দেন ‘দিল দিল পাকিস্তান’। ওই পোস্ট ঘিরে ফেসবুক-টুইটারে বিতর্ক তৈরি হতেই তা সরিয়ে নেন জারকা। মায়ের পাশাপাশি জাইরাকেও সমালোচনার মুখে পড়তে হয়। জারকার ওই পোস্ট ঘিরে একের পর এক কটু মন্তব্য ভেসে আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন