Advertisement
E-Paper

আছেন রাজা-কানিমোঝি, তালিকায় ব্রাত্য আলাগিরি

কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা কার্যত খারিজ করে আসন্ন লোকসভা ভোটে তামিলনাড়ু ও পুদুচেরির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল ডিএমকে। দলীয় প্রধান এম করুণানিধির বিদ্রোহী ছেলে এম কে আলাগিরি এ যাত্রা টিকিট পাননি। বাদ গিয়েছেন তাঁর অনুগামীরা-সহ মোট ১০ জন সাংসদ। ফলে, দলে বিদ্রোহ বরদাস্ত করা হবে না বলেও ডিএমকে নেতৃত্ব বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০২:৪৯
আশীর্বাদপ্রার্থী। ডিএমকে প্রধান করুণানিধির দরবারে এ রাজা। সোমবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই।

আশীর্বাদপ্রার্থী। ডিএমকে প্রধান করুণানিধির দরবারে এ রাজা। সোমবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই।

কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা কার্যত খারিজ করে আসন্ন লোকসভা ভোটে তামিলনাড়ু ও পুদুচেরির জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল ডিএমকে। দলীয় প্রধান এম করুণানিধির বিদ্রোহী ছেলে এম কে আলাগিরি এ যাত্রা টিকিট পাননি। বাদ গিয়েছেন তাঁর অনুগামীরা-সহ মোট ১০ জন সাংসদ। ফলে, দলে বিদ্রোহ বরদাস্ত করা হবে না বলেও ডিএমকে নেতৃত্ব বার্তা দিতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

তবে টু-জি কেলেঙ্কারির মতো দুর্নীতির অভিযোগকে আমল দেয়নি দল। কারণ, টু-জি কেলেঙ্কারিতে অভিযুক্ত এ রাজা ও দয়ানিধি মারান যথারীতি টিকিট পেয়েছেন।

ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের জোট সম্ভাবনা নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল রাজনৈতিক শিবিরে। ডিএমডিকে এবং পিএমকে-র সঙ্গে বিজেপি-র জোট গড়ার প্রেক্ষিতে তামিলনাড়ুতে করুণানিধির কংগ্রেসের সঙ্গেই হাত মেলাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু কংগ্রেসও বিশেষ আগ্রহ না-দেখানোয় আপাতত ওই জোটের পথে গেলেন না কলাইগনার। ইউপিএ-২ সরকারের শরিক ছিল ডিএমকে। রাজা এবং করুণানিধির মেয়ে কানিমোঝির বিরুদ্ধে টু-জি মামলায় অভিযোগ দায়ের হওয়ার পরে সেই সম্পর্ক ধাক্কা খায়। পরে শ্রীলঙ্কার তামিলদের নিয়ে গোলমালের জেরে জোট ছাড়েন করুণানিধিরা।

ডিএমকে-র সঙ্গে জোট নিয়ে আলোচনা থেকে সরে গিয়েছে বামেরাও। জয়ললিতার সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ার পরে সিপিএম এবং সিপিআইকে তাঁদের শিবিরে আমন্ত্রণ জানিয়েছিলেন ডিএমকে প্রধান। সিপিআইয়ের একাংশ ওই আমন্ত্রণে সাড়া দিতে উৎসাহীও ছিল। কিন্তু তামিলনাড়ুর রাজ্য নেতৃত্বকে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট রবিবার রাতেই জানিয়েছেন, দুর্নীতিতে অভিযুক্ত ডিএমকে-র সঙ্গে বন্ধুত্ব উচিত হবে না। তাতে জাতীয় স্তরেও প্রভাব পড়বে। এই অবস্থায় করুণানিধিও আর বামেদের জন্য অপেক্ষা না-করে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। এখন ডিএমকে-র নেতৃত্বাধীন জোটে রয়েছে ভিসিকে, আইইউএমএল, এমএমকে এবং পিটি-র মতো কিছু স্থানীয় দল। তামিলনাড়ু ও পুদুচেরি মিলিয়ে মোট ৪০টি আসন। তার ৪টি ছাড়া হয়েছে জোটের ছোট দলগুলির জন্য।

প্রার্থী তালিকা ঘোষণার সময়ে করুণানিধির সঙ্গে হাজির ছিলেন তাঁর ছেলে স্ট্যালিন ও মেয়ে কানিমোঝি। স্ট্যালিনের সঙ্গে বিবাদের জেরেই ডিএমকে প্রধানের আর এক ছেলে আলাগিরি বিদ্রোহী হয়েছিলেন বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যে তাঁকে সাসপেন্ডও করা হয়েছে। মাদুরাইয়ের নেতা আলাগিরি এ বার টিকিট পাননি। নতুন দল গড়তে সমর্থকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন করুণানিধির বিদ্রোহী পুত্র। আলাগিরিকে নিয়ে এ দিন অবশ্য কোনও প্রশ্নের জবাব দেননি ডিএমকে প্রধান। তাঁর কথায়,“আমরা ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা করছি। যন্ত্রণা দেয়, এমন প্রশ্ন করবেন না!” কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত রাজা ও দয়ানিধিকে কেন টিকিট দেওয়া হল? করুণানিধির সাফ জবাব, “ওই দু’জনের বিরুদ্ধে অভিযোগ দুর্বল।”

kanimozhi alagiri dmk karunanidhi raja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy