Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কথা রাখলেন কেজরীবাল

মসনদে বসার এগারো দিনের মধ্যে প্রতিশ্রুতি পালন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দিল্লিবাসীকে সুখবরটা দিয়েছেন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৫
Share: Save:

মসনদে বসার এগারো দিনের মধ্যে প্রতিশ্রুতি পালন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দিল্লিবাসীকে সুখবরটা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাসুলে দিল্লিবাসীকে দিতে হবে অর্ধেক দাম। অর্থাৎ ৪০০ ইউনিট বিদ্যুৎ বিলে টাকা দিতে হবে ২০০ ইউনিটের। কিন্তু ৪০০ ইউনিটের বেশি হলে দিতে হবে পুরো দাম। এ ছাড়াও, বাড়ি পিছু মাসে ২০ হাজার লিটার জল মিলবে বিনামূল্যে। সামনে মার্চ মাস থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম।

আজ উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুতের জন্য বছরে ১৪০০ কোটি টাকা ভর্তুকি দেবে রাজ্য। এবং জলের জন্য আগে যে টাকা ভর্তুকি দিতে হতো তার থেকে আরও ২৫০ কোটি টাকা বেশি ভর্তুকি দেবে দিল্লি সরকার। শুধু মার্চেই বিদ্যুৎ ও জলে ভর্তুকির পরিমাণ ৭০ এবং ২০ কোটি টাকা।

‘বিজলি হাফ, পানি মাফ’ এই স্লোগান নিয়েই দিল্লির বিধানসভা ভোটে জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল কেজরীবালের দল আম আদমি পার্টি (আপ)। আজ মণীশ সিসোদিয়া জানান, বিদ্যুৎ মাসুল ও জলকরের ব্যাপক ছাড়ের প্রতিশ্রুতি দিয়েই দিল্লিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় তারা জিতেছে ৬৭টিতে। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা পূরণের চাপটাও বেশি ছিল ‘মাফলার ম্যানের’ উপরে। আজ দিল্লিবাসীকে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। ধীরে ধীরে অন্য প্রতিশ্রুতিগুলিও পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেজরীবাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kejriwal electricity tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE