করিমগঞ্জ কলেজে রিগিংয়ের অভিযোগ পৌঁছল থানায়। পুলিশ সূত্রে খবর, উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সলমন চৌধুরী ওই কলেজের স্নাতকের প্রথম বর্ষের ছাত্র শাহনাজ আহমেদের বিরুদ্ধে মারপিটের মামলা দায়ের করেছেন। ওই ছাত্রের অভিযোগ, শনিবার শাহনাজ তাঁকে ধূমপান করতে বলেন। কিন্তু তিনি আপত্তি করলে উত্তেজিত হয়ে ওঠেন শাহনাজ। এর পরই তাঁকে শারীরিক নিগ্রহের পাশাপাশি বিবস্ত্র করার চেষ্টা চলে। কলেজ চত্বরে এ নিয়ে উত্তেজনা দেখা দিলেও কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। পুলিশ সলমনের শারীরিক পরীক্ষা করায়।
এ দিকে, করিমগঞ্জ কলেজের অধ্যক্ষের কাছে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র দেবজ্যোতি মালাকার লিখিত ভাবে রিগিংয়ের কথা জানান। তিনি জানান, শাহনাজ আহমেদের মদতে বহিরাগতরা প্রায়ই কলেজ চত্বরে ঢোকে। তারা ছাত্রদের নানা ভাবে হেনস্থা করে। প্রতিবাদ করতে গেলে গত কাল দেবজ্যোতির উপর হামলা চালোন হয়। বাধা দিতে গিয়ে পার্থ সিংহ নামে এক ছাত্র অস্ত্রের আঘাতে আহত হয়। ছাত্রদের বক্তব্য, এই পরিস্থিতির জন্য অনেক ছাত্রছাত্রী কলেজে যাওয়া বন্ধ করেছেন। লিখিত অভিযোগ পেয়ে কলেজ অধ্যক্ষ মতিউর রহমান তা করিমগঞ্জ সদর থানার ওসির কাছে পাঠিয়ে দেন।