Advertisement
E-Paper

দূরদর্শনের টুইটে মোদী সান্তা ক্লজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেলেন সান্তা ক্লজ! দূরদর্শনের ভুলের সিরিজে নবতম সংযোজন এটাই। এ বার অবশ্য চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারের সময় নয়, ভুল হয়েছে দূরদর্শনের টুইটার অ্যাকাউন্ট থেকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০৩:০৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেলেন সান্তা ক্লজ! দূরদর্শনের ভুলের সিরিজে নবতম সংযোজন এটাই। এ বার অবশ্য চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারের সময় নয়, ভুল হয়েছে দূরদর্শনের টুইটার অ্যাকাউন্ট থেকে।

বুধবার সকালে দূরদর্শনের টুইটার অ্যাকাউন্ট @ডিডিনিউজলাইভ থেকে একটি ছবি আপলোড করা হয়। যার নীচে লেখা হয়েছিল, ‘জিঙ্গল অল দ্য ওয়ে! সান্তা ক্লজের বেশে এক জন চিনের চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়াচ্ছেন।’ অথচ ছবিতে দেখা যাচ্ছে, মোদীর পাশাপাশি রয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভুল যতক্ষণে নজরে আসে, তত ক্ষণে আর কিছু করার ছিল না। সোশ্যাল মিডিয়ায় সেই ক্যাপশন-সহ ছড়িয়ে পড়েছে ছবিটি। তুমুল বিতর্কের মধ্যেই দূরদর্শনের তরফে তড়িঘড়ি দেওয়া হয় একটি বার্তা: ‘সবাইকে জানানো হচ্ছে, একটি ভুল হয়েছে। ঠিক ক্যাপশন আবার দেওয়া হয়েছে। দয়া করে খবরের ভুল অর্থ করবেন না। ছবির সঠিক ক্যাপশন: ‘ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে বিজেপির সংসদয়ী বোর্ডের বৈঠক।’

কিন্তু সঠিক ক্যাপশন আপলোড হওয়ার আগেই দূরদর্শনের এই ভুল নিয়ে মস্করা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনিচ্ছাকৃত বলা হলেও এই ভুলের জেরে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মী এবং তাঁর ঊর্ধ্বতন অফিসারকে। গত সেপ্টেম্বরেই দূরদর্শনের রাতের খবরে একটি সংবাদপাঠক চিনা প্রেসিডেন্ট শি চিনফিংকে একাদশ চিনফিং বলে উল্লেখ করেন। রোমান হরফে একাদশ

এবং ইংরেজি হরফে শি-র বানান একই। এতেই বিভ্রান্তি ঘটে যায়। একই ভাবে সে বারও ওই সংবাদপাঠককে সরিয়ে দেওয়া হয়েছিল। দক্ষ কর্মীর পরিবর্তে আংশিক সময়ের চুক্তির ভিত্তিতে লোক দিয়ে কাজ চালানোয় এমন বিপত্তি ঘটছে বলে সে বার জানিয়েছিলেন প্রসার ভারতীর সিইও জহর সরকার।

doordarshan tweet modi santa clause
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy