সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটগুলিতে ধর্ষণের ভিডিও-র প্রচার কী ভাবে আটকানো যায়, তা নিয়ে শুক্রবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। যৌন হেনস্থা থেকে শিশুদের রক্ষা সংক্রান্ত আইনের সূত্রেই সর্বোচ্চ আদালত এই অবস্থানের কথা জানিয়েছে। হায়দরাবাদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে আর্জি জানায়, ধর্ষণের ভিডিওগুলি নিয়ে অভিযোগ করার জন্য এবং এর প্রচার আটকাতে কোনও একটি নির্দিষ্ট জায়গা থাকা দরকার। সংস্থাটির প্রতিষ্ঠাতা সুনীতা কৃষ্ণন জানিয়েছেন, সিবিআই এখন এই ধরনের নয়টি অভিযোগ নিয়ে তদন্ত করছে। তবে তার বাইরেও তাঁর কাছে আরও নব্বইটি এমন ঘটনা রয়েছে, যার প্রচার আটকাতে ও অভিযোগ জানাতে কোথায় যেতে হবে, জানানেই।