Advertisement
০১ মে ২০২৪

পুরনো রাজনৈতিক মামলায় ধৃত ধানবাদের তৃণমূল নেতা

বাইশ বছরের পুরনো এক মামলায় গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের তৃণমূল আহ্বায়ক দিলীপ চট্টোপাধ্যায়কে। আজ সকালে ধানবাদে দিলীপবাবু সাংবাদিক সম্মেলন করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

নিজস্ব সংবাদদাতা
রাঁচি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০৫:৪৬
Share: Save:

বাইশ বছরের পুরনো এক মামলায় গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের তৃণমূল আহ্বায়ক দিলীপ চট্টোপাধ্যায়কে। আজ সকালে ধানবাদে দিলীপবাবু সাংবাদিক সম্মেলন করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। ঘটনার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

পুলিশ জানাচ্ছে, অবিভক্ত বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কনভয়কে আক্রমণ করার অভিযোগ ছিল দিলীপবাবুর বিরুদ্ধে। ১৯৯২ সালে ওই ঘটনা ঘটে। দিলীপবাবু তখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। সেই সময় জেএমএমের নেতৃত্বে ঝাড়খণ্ড আন্দোলন তুঙ্গে। তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব তোপচাঁচি থেকে ফিরছিলেন। পথে বরবড্ডা থানা এলাকায় তীর-ধনুক নিয়ে লালুর কনভয়ের উপরে হামলা চালায় মোর্চা সমর্থকরা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দিলীপবাবু-সহ অন্যান্য নেতারা।

আজ গ্রেফতার হওয়ার আগে দিলীপবাবু বলেন, “আলাদা ঝাড়খণ্ড রাজ্যের দাবিতে সেই সময় অনেক আন্দোলন হয়েছে। ফলে কোন ঘটনায় আমায় গ্রেফতার করা হচ্ছে জানি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc dhanbad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE