Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বৃষ্টি ধোয়া তাজমহল প্রস্তুত ওবামার জন্য

আজ সকাল থেকে মুখ ভার আগরার আকাশের। হয়েছে কয়েক পশলা বৃষ্টিও। আর তাতে কনকনে ঠান্ডা পড়লেও হাসি ফুটেছে এখানকার মানুষের মুখে। সামনের মঙ্গলবারই শহরে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক তার চার দিন আগের এই বৃষ্টিতে শোভা বেড়েছে তাজমহলের। বৃষ্টির জলে ধুয়ে এখন চকচক করছে তাজমহলের সারা গা।

সংবাদ সংস্থা
আগরা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০৩:১০
Share: Save:

আজ সকাল থেকে মুখ ভার আগরার আকাশের। হয়েছে কয়েক পশলা বৃষ্টিও। আর তাতে কনকনে ঠান্ডা পড়লেও হাসি ফুটেছে এখানকার মানুষের মুখে। সামনের মঙ্গলবারই শহরে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক তার চার দিন আগের এই বৃষ্টিতে শোভা বেড়েছে তাজমহলের। বৃষ্টির জলে ধুয়ে এখন চকচক করছে তাজমহলের সারা গা।

বস্তুত গত কয়েক দিন ধরেই আগরা শহর জুড়ে সাজো সাজো রব। বারাক ওবামা আসছেন বলে কথা। শহরের আনাচ-কানাচ তাই সাফ করতে ব্যস্ত প্রশাসন। বিশেষ নজর অবশ্যই দেওয়া হচ্ছে তাজমহল আর তার আশপাশের চত্বরের জন্য। যেখানে প্রেসিডেন্টের বিমান নামবে, সেই খেরিয়া বিমান ঘাঁটি থেকে টানা ১২ কিলোমিটার রাস্তার পুরো ভোলবদল চলছে। রাতারাতি ভরাট করা হচ্ছে গর্ত। ফুটপাথের হকারদেরও অন্যত্র সরানোর ব্যবস্থা হয়েছে। রাস্তার দু’ধারে বসেছে ফুলের টব। ভাঙা আলো সারিয়ে বসছে নতুন ঝকঝকে আলো। এমনকী রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে থাকা গাছের গুঁড়িগুলোতেও সাদা-লাল রং চড়ানো হয়েছে।

২৭ জানুয়ারি দুপুর দু’টো নাগাদ তাজমহল দেখতে আসবেন ওবামা। সঙ্গে স্ত্রী মিশেলও। তাঁরা থাকবেন ঘণ্টা খানেক। তাজমহলের পূর্ব দিকের দরজা দিয়েই ঢোকার কথা ওবামার। প্রথমে জানা গিয়েছিল, মঙ্গলবার তো বটেই, তার আগের দিন অর্থাৎ ২৬ জানুয়ারিও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে তাজমহলের দরজা। কিন্তু ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) আজ জানিয়েছে, ২৬ তারিখ সাধারণ মানুষ তাজমহল দেখতে আসতে পারবেন। ২৭ জানুয়ারি দু’ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে তাজমহল। যে সময়টুক মার্কিন প্রেসিডেন্ট ওই চত্বরে থাকবেন, সেই সময় নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষকে তাজমহলের আশপাশেও ঘেঁষতে দেওয়া হবে না। এএসআই-এর একটি সূত্র জানাচ্ছে, ২৬ ও ২৭ তারিখ তাজমহল বন্ধ রাখার জন্য চাপ দিচ্ছিলেন মার্কিন গোয়েন্দারা।

অন্য দিকে, ছুটির দিন তাজমহল খোলা রাখার জন্য চাপ ছিল প্রশাসনের কাছেও। শেষমেশ প্রশাসন মার্কিন গোয়েন্দাদের সেই চাপের কাছে নতি স্বীকার করেননি বলেই জানাচ্ছে ওই সূত্র।

যদিও ওবামা সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে আগরায়। প্রশাসনের স্পষ্ট নির্দেশ, তাজমহল লাগোয়া তাজগঞ্জ মহল্লায় যাঁরা থাকেন, ২৭ তারিখ নিজেদের বাড়িতে থাকলে তাঁদের সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র। ২ নম্বর জাতীয় সড়ক আর যমুনা এক্সপ্রেসওয়েতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এরই মধ্যে হোয়াইট হাউস সূত্রে আজ জানা গিয়েছে, বারাক এবং মিশেল ওবামার সঙ্গে ভারত সফরে আসছেন না তাঁদের দুই মেয়ে। সাশা ও মালিয়া ওবামার স্কুলের ছুটি নেই বলে তারা আমেরিকাতেই থাকবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (ডেপুটি) বেন রোডস। তিনি বলেছেন, “আমার মনে হয়, স্কুলকেই ওরা বেশি গুরুত্ব দেয়। তাই গ্রীষ্ম বা শীতের ছুটির সময় প্রেসিডেন্ট কন্যারা বিদেশ সফরে যেতে পছন্দ করে।” সুতরাং তাজমহল আপাতত অধরাই থাকছে ফার্স্ট ডটার্সদের জন্য।

তবে আজকের মতো আগামী মঙ্গলবারও আকাশের মুখ ভার থাকবে কি না, তা নিয়ে নিশ্চিত নন আবহবিদেরা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে সবে শুরু। শীতের এই বৃষ্টিটা এখন চলবে কয়েক দিন। অন্তত সোমবার পর্যন্ত তো বটেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agra tajmahal obama
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE