স্টিভ জোবসের নাম অ্যাপল-এর বদলে মাইক্রোসফ্টের সঙ্গে জুড়ে দেওয়ায় টুইটারে তোপের মুখে পড়লেন রাহুল গাঁধী। শনিবার মুম্বইয়ে একটি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘এক দিন তোমরাই দেশ চালাবে, প্রতিষ্ঠান চালাবে, তোমরাই মাইক্রোসফ্টের স্টিভ জোবস হবে, নেতৃত্ব দেবে।’ সোমবার টুইটারে দিনভর তা নিয়ে রসিকতা চলে। কেউ বলেছেন, এর পর রাহুল গুগ্ল-এর মার্ক জুকেরবার্গ বলবেন! কারও কটাক্ষ, ইনি দেশের প্রধানমন্ত্রী হলে কী করবেন? কারও রসিকতা, জোবসকে মাইক্রোসফ্টের সিইও ভাবা ততটাই কঠিন, যতটা রাহুলকে দেশের প্রধানমন্ত্রী ভাবা। কংগ্রেসের নেতারা অবশ্য জানিয়েছেন, রাহুল স্টিভ জোবস ও মাইক্রোসফ্ট আলাদা ভাবে বলেছিলেন। কথা বলার সময়ে এমন হতেই পারে। কিন্তু তাতে টুইটারে রসিকতা বন্ধ হয়নি।