Advertisement
১৬ জুন ২০২৪

সংসদে এসে ক্ষুব্ধ পাক এমপি-রা

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তিক্ততার ছাপ পড়ল সংসদেও। ভারতে সফররত পাকিস্তানের বারো জন এমপি আজ সংসদে স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে দেখা করতে এসে বিফল হয়েই ফিরে গেলেন। স্পিকারের দেখা না পেয়ে ক্ষুব্ধ এই পাক এমপি-রা সংসদের ভিতরেই বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। গত চার মাস ধরে পাকিস্তানের সঙ্গে কার্যত ছায়াযুদ্ধ চলছে ভারতের।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০২:৩৮
Share: Save:

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তিক্ততার ছাপ পড়ল সংসদেও। ভারতে সফররত পাকিস্তানের বারো জন এমপি আজ সংসদে স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে দেখা করতে এসে বিফল হয়েই ফিরে গেলেন। স্পিকারের দেখা না পেয়ে ক্ষুব্ধ এই পাক এমপি-রা সংসদের ভিতরেই বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

গত চার মাস ধরে পাকিস্তানের সঙ্গে কার্যত ছায়াযুদ্ধ চলছে ভারতের। সীমান্তে রক্তপাত, অনুপ্রবেশ, কাশ্মীর-প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাথমিক প্রয়াস সত্ত্বেও বানচাল হয়ে গিয়েছে দ্বিপাক্ষিক আলোচনার প্রক্রিয়া। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, এখন পরিস্থিতি এমনই যে দেশের আবেগ কার্যত ইসলামাবাদ-বিরোধী। এমতাবস্থায় তাই পাকিস্তানের এমপি-দের সঙ্গে কোনও রকম সখ্যতা দেখানোর রাস্তায় হাঁটতে চাইছে না কেন্দ্র। ঘটনাচক্রে আগামিকালই সংসদ হামলার ত্রয়োদশ বার্ষিকী। অত্যন্ত স্পর্শকাতর এই দিনটির আগে ভারতীয় সংসদে পাক এমপি-দের উপস্থিতি কেন্দ্রের কাছে খুব একটা স্বস্তিজনক নয় বলেই মনে করা হচ্ছে।

গত দু’দিন ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভারত-পাকিস্তান সংসদীয় আলোচনা চলেছে দিল্লিতে। এই আলোচনায় ভারতের তরফে কংগ্রেসের বারো জন এবং অন্য রাজনৈতিক দলের এগারো জন সাংসদ থাকলেও বিজেপির মাত্র তিন জন এসেছিলেন। আজ আলোচনা শেষ হওয়ার পরে অন্যতম উদ্যোক্তা তথা রাজ্যসভার সদস্য মণিশঙ্কর আইয়ারের নেতৃত্বে পাক নেতারা যান স্পিকারের সঙ্গে দেখা করতে। কিন্তু বেশ কিছু ক্ষণ অপেক্ষা করে ফিরে আসতে হয় তাঁদের। পরে সিন্ধু প্রদেশের এমপি, এমকিউএম-এর আব্দুল রশিদ গোদিল বলেন, “আমরা সংসদে গেলাম, দর্শক গ্যালারিতে বসে থাকলাম কুড়ি মিনিট। কিন্তু কেউ কথাও বলল না। স্বাগতও জানাল না। কিন্তু উদার গণতান্ত্রিক দেশ ভারত এ ব্যাপারে কোনও উৎসাহই দেখালো না।”

স্পিকারের অফিস সূত্রে জানানো হয়েছে, যে সময়ে পাক এমপি-রা আসবেন বলেছিলেন, সেই সময় তাঁরা আসেননি। লোকসভাতেও আজ চরম ব্যস্ততা ছিল। তাই এ রকম ঘটেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pakistan MP new delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE