Advertisement
E-Paper

সমর্থন দেবে জঙ্গিরা, মন্তব্য বিজেপি প্রার্থীর

ভোটে বড়ো জঙ্গিদের সমর্থন পাবে বিজেপিসংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এমন মন্তব্য করে বসলেন খোদ ওই দলেরই লোকসভা প্রার্থী। শুধু তা-ই নয়, তিনি জানান, এ নিয়ে জঙ্গিদের সঙ্গে তাঁদের না কি মুখোমুখি বৈঠকও হয়েছে। অসমের বিশ্বনাথ চারিয়ালিতে নরেন্দ্র মোদীর জনসভার কিছু ক্ষণ আগে দলীয় প্রার্থীর ওই মন্তব্য ছড়িয়ে যায় চ্যানেলে-চ্যানেলে। বেগতিক দেখে কিছু ক্ষণের মধ্যেই সব কথা অস্বীকার করেন তেজপুরের বিজেপি প্রার্থী আর পি শর্মা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০৩:৪৫

ভোটে বড়ো জঙ্গিদের সমর্থন পাবে বিজেপিসংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এমন মন্তব্য করে বসলেন খোদ ওই দলেরই লোকসভা প্রার্থী। শুধু তা-ই নয়, তিনি জানান, এ নিয়ে জঙ্গিদের সঙ্গে তাঁদের না কি মুখোমুখি বৈঠকও হয়েছে।

অসমের বিশ্বনাথ চারিয়ালিতে নরেন্দ্র মোদীর জনসভার কিছু ক্ষণ আগে দলীয় প্রার্থীর ওই মন্তব্য ছড়িয়ে যায় চ্যানেলে-চ্যানেলে। বেগতিক দেখে কিছু ক্ষণের মধ্যেই সব কথা অস্বীকার করেন তেজপুরের বিজেপি প্রার্থী আর পি শর্মা।

আজ তাঁরই প্রচারে বিশ্বনাথ চারিয়ালিতে সভা করতে যান মোদী। সভা শুরুর আগে, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলির সঙ্গে কথা বলছিলেন শোণিতপুরের প্রবীণ বিজেপি নেতা ভব গোস্বামী এবং তেজপুরের ওই প্রার্থী। তেজপুরে বড়ো ভোটারের সংখ্যা অনেক।

তাদের প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ভববাবু আচমকা বলেন, “গতকাল ভালুকপুং এলাকায় এনডিএফবি জঙ্গি সংগঠনের সংগ্রামপন্থী এবং আলোচনাপন্থী তিনটি গোষ্ঠীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ওরা বিজেপিকেই সমর্থনের কথা জানিয়েছে। বলেছে, কংগ্রেস বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি। উন্নয়নও করেনি। বাধ্য হয়েই তারা বন্দুক হাতে নিয়েছে।” তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন বিজেপি প্রার্থী আর পি শর্মা। তিনি বলেন, “আমি নিজে ওই বৈঠকে না-থাকলেও, দলের নেতা বিজয় গুপ্ত সেখানে ছিলেন। নির্বাচনে এনডিএফবির তিনটি গোষ্ঠী আমাদেরই সমর্থন করবে।”

খবরের চ্যানেলে ওই ‘ফুটেজ’ দেখানোর পরই রাজ্য জুড়ে বিতর্ক ছড়িয়ে যায়।

রাজ্য সরকারের মুখপাত্র তথা স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইটারে লেখেন‘জঙ্গিদের সঙ্গে বিজেপির বৈঠকের ঘটনাটি আশঙ্কাজনক। রাষ্ট্রদ্রোহীদের সঙ্গে যে সব নেতা বৈঠক করেন, তাঁদেরও গ্রেফতার করা উচিত।’

কংগ্রেসের তরফে বলা হয়, তেজপুরে বিজেপি এনডিএফবি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসকে হারাতে চাইছে। এনডিএফবি অধ্যুষিত এলাকায় বিজেপি ছাড়া অন্য কোনও দলের প্রার্থী বা সদস্যকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। তেজপুরের কংগ্রেস প্রার্থী ভূপেন বরার বাবা বগীরাম বরা ছেলের প্রাণনাশের আশঙ্কা করে পুলিশের দ্বারস্থ হন।

পরিস্থিতি বেগতিক দেখে আধঘণ্টার মধ্যে উল্টো সুরে কথা বলতে থাকেন বিজেপি নেতারা। বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা তেজপুরের প্রার্থী আর পি শর্মা বলেন, “সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃত করেছে। সাংবাদিকের প্রশ্ন বুঝতে না-পেরে, কী বলতে কী বলেছি। আমি গত কাল ছিলাম না। কিছু বলতে পারব না।” বিজয় গুপ্ত বলেন, “আমি কোনও জঙ্গি নেতা বা দলের সঙ্গে সভা করিনি। ওখানে একটি জনসভা ছিল। সেখানে অনেকেই এসেছিল। ভব গোস্বামী ঠিক বলেননি। ওঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।”

bjp terrorist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy