২৬/১১ সন্ত্রাস হামলায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত লস্কর জঙ্গি ডেভিড হেডলির ভিডিও সাক্ষ্যের দ্বিতীয় দফা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুম্বইয়ের আদালতে সাক্ষ্য দিচ্ছে হেডলি। প্রথম পর্বে তাকে জেরা করেছেন বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল িনকম। দ্বিতীয় পর্বে তাকে জেরা করার কথা আর্থার রোড জেলে বন্দি জঙ্গি সৈয়দ জাবিউদ্দিন আনসারির কৌঁসুলি ওয়াহাব খানের। ২৫ ফেব্রুয়ারি থেকে ওই সাক্ষ্য শুরুর নির্দেশ দিয়েছেন বিচারক জি এ সনপ।