Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

করোনাভাইরাস নিয়ে এ বার অ্যানিমেশন বানিয়ে আমেরিকাকে কটাক্ষ করল চিন

যে অ্যানিমেশনটি পোস্ট করেছে জিনহুয়া, তাতে দেখা যাচ্ছে এক প্রান্তে মুখোশ পরে দাঁড়িয়ে আছে কয়েক জন যোদ্ধা। অন্য প্রান্তে স্ট্যাচু অব লিবার্টি। তার স্যালাইন চলছে।

ছবি সৌজন্য টুইটার।

ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
সাংহাই শেষ আপডেট: ০৩ মে ২০২০ ১৫:১১
Share: Save:

করোনাভাইরাসের উত্স এবং তার সংক্রমণ ছড়ানো নিয়ে এত দিন মৌখিক লড়াই চলছিল দু’দেশের মধ্যে। এ বার অ্যানিমেশন ব্যবহার করে করোনাভাইরাস প্রসঙ্গে আমেরিকাকে তীব্র কটাক্ষ করল চিন। অ্যানিমেশনটি অনলাইনে শেয়ার করেছে চিনের সরকারি সংবাদপত্র জিনহুয়া। অ্যানিমেশনের নাম দেওয়া হয়েছে ‘ওয়ানস আপঅন আ ভাইরাস’।

জিনহুয়া-র শেয়ার করা অ্যানিমেশনে দেখা যাচ্ছে, এক প্রান্তে মুখোশ পরে দাঁড়িয়ে আছে কয়েক জন যোদ্ধা। অন্য প্রান্তে স্ট্যাচু অব লিবার্টি। তার স্যালাইন চলছে।

কথোপকথনে যোদ্ধারা বলছে, ‘আমরা নতুন ভাইরাস আবিষ্কার করেছি। এটা ভয়ানক।’ তখন স্ট্যাচু অব লিবার্টি পাল্টা উত্তর দিয়ে বলছে, ‘তাতে কী হয়েছে? এটা তো নেহাতই এক ধরনের ফ্লু।’ যোদ্ধারা সতর্ক করা সত্ত্বেও স্ট্যাচু অব লিবার্টি যেন নির্বিকার। এর পরই যোদ্ধারা বলে, ‘মাস্ক পরো।’ স্ট্যাচু অব লিবার্টিকে বলতে শোনা যায়, ‘পরব না।’ নানা রকম প্রস্তুতি নেওয়ার কথা বলে যোদ্ধারা। তাতেও স্ট্যাচু অব লিবার্টি পাত্তা দেয় না। যোদ্ধাদের ‘টিপিকাল থার্ড ওয়ার্ল্ড’ বলেও কটাক্ষ করে স্ট্যাচু অবল লিবার্টি। এর কিছু ক্ষণ পরেই অ্যানিমেশনে দেখা যাচ্ছে, ধীরে ধীরে জ্বরে লাল হয়ে যাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। তাঁকে স্যালাইন দিতে হচ্ছে।

স্ট্যাচু অব লিবার্টির এই অবস্থা দেখে যোদ্ধারা বলছে, ‘শুধু কি নিজেদের কথাই শুনবে?’ প্রত্যুত্তরে স্ট্যাচু বলল, ‘আমরা সব সময়ই সঠিক’। এ বার যোদ্ধারা বলল, ‘এই কারণেই তো আমেরিকানদের আমরা পছন্দ করি।’ এখানেই শেষ কথোপকথন।

এই অ্যানিমেশনের মধ্য দিয়ে পরোক্ষে ট্রাম্পকেই কটাক্ষ করা হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সাধারণ ফ্লু ভেবে আমেরিকা যে নির্বিকার ছিল, সেই ঘটনাকেও তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে। গোটা বিশ্বের মধ্যে এখন আমেরিকাই করোনা সংক্রমণ এবং তাতে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে।

আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্তের জন্য তবলিগ জামাতকেই দুষলেন যোগী

গোটা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের জন্য বার বারই চিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তিনি এমনও অভিযোগ তুলেছেন, উহানের ল্যাবে এই ভাইরাস তৈরি করেছে চিন। যদিও এর সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি আমেরিকা। পরে মার্কিন গোয়েন্দারাও জানিয়ে দেন, এই ভাইরাস মানুষের তৈরি নয়, বা জিনগত ভাবে কোনও পরিবার্তন করা হয়নি। একই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু তার পরেও চিনকে আক্রমণ করতে এবং চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে ছাড়েননি ট্রাম্প। কড়া হুঁশিয়ারিও দিয়েছেন চিনকে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus China USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE