Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Coronavirus

নতুন সংক্রমণ উহানে, শহরের কোটির বেশি লোকেরই করোনা পরীক্ষা করবে প্রশাসন

টানা ৭৬ দিন লকডাউনের গত ৮ এপ্রিল থেকে নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। করোনামুক্ত ঘোষণা করা হয়েছে উহান শহরকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
উহান শেষ আপডেট: ১২ মে ২০২০ ১৮:৩৫
Share: Save:

লকডাউন উঠে গিয়েছে এক মাস আগে। অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানে। কিন্তু সেই উহানে কি আবার নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে? সোমবার একটি আবাসনের পাঁচ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই আশঙ্কাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। এ বার তাই পুরো উহান শহরের সবার করোনাভাইরাসের পরীক্ষা করার সিদ্ধান্ত নিল প্রশাসন। সবাইকে টেস্ট করার নির্দেশ দিয়ে জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি।

মধ্য চিনের উহানে বসবাস করেন প্রায় এক কোটি ১০ লক্ষ মানুষ। এই বিপুল সংখ্যক নাগরিকেরই করোনা পরীক্ষা করা হবে বলে প্রশাসন জানিয়ে দিয়েছে। চিনের প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রত্যেক জেলায় কী ভাবে পরীক্ষা হবে, তার মাস্টার প্ল্যান ও পরিকাঠামো তৈরি করতে হবে। ১০দিনের মধ্যে সেই পরিকল্পনা জমা দিতে হবে।’’ তবে র‌্যাপিড টেস্ট নয়, এই পরীক্ষা হবে ‘নিউক্লিক অ্যাসিড টেস্ট’ পদ্ধতিতে। এই পদ্ধতিতে আরএনএ-র চরিত্র দেখা হয়।

উহান থেকে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর সেখানে লকডাউনের ঘোষণা করে সরকার। টানা ৭৬ দিন লকডাউনের গত ৮ এপ্রিল থেকে নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। করোনামুক্ত ঘোষণা করা হয়েছে উহান শহরকে। সামাজিক দূরত্বের বিধি মেনে অফিস ও স্কুল-কলেজ খোলা হয়েছে।

আরও পড়ুন: রেড জোনকে তিন ভাগে ভেঙে লকডাউনের আলাদা পরিকল্পনা, বললেন মমতা

আরও পডু়ন: সাত সপ্তাহ পর ফের সচল হাওড়া স্টেশন

করোনাভাইরাস মুক্ত হওয়ার পর উহানে দ্বিতীয় দফায় ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে, এমন আশঙ্কা ছিলই। তার মধ্যেই সোমবার নতুন একটি করোনাভাইরাসের ক্লাস্টারের সন্ধান মিলেছে। ডংজিহু-র একটি আবাসনে নতুন করে কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৬ জনের। তার পরেই এ বার গোটা শহরবাসীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিল প্রশাসন। ফের গণহারে ছড়ানোর আশঙ্কা রয়েছে, নাকি ওই আবাসনের ঘটনা বিচ্ছিন্ন‌— গোটা শহরের বাসিন্দাদের পরীক্ষা করে সেটাই নিশ্চিত হতে চাইছে উহান প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Covid-19 Wuhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE