Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Dog Run Stall

জাপানে আলু বিক্রি করছে কুকুর!

সেই দোকানে দোকানদারি করছে একটি কুকুর। তার নাম কেন-কুন।

জাপানের দোকানদার কুকুর কেন-কুন। ছবি টুইটারের সৌজন্যে।

জাপানের দোকানদার কুকুর কেন-কুন। ছবি টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৬:২৯
Share: Save:

কর্মিহীন দোকান বা রোবট চালিত দোকানের কথা কম বেশি সবাই হয়ত শুনেছেন। কিন্তু পোষ্য পরিচালনা করছে দোকান। এরকম দৃশ্য কী আগে দেখেছেন? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োর সৌজন্যে এ রকমই ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে আলুর দোকান। সেই দোকানে দোকানদারি করছে একটি কুকুর। তার নাম কেন-কুন। তার বয়স মাত্র তিন বছর। কাউন্টারের ওপারে বসে সে বিক্রি করছে আলু। লোকজন দোকান থেকে আলু কিনে তাকে পয়সা মিটিয়ে চলে যাচ্ছে। কেন-কুনের এই আলুর দোকান জাপানের হোক্কাইডো দ্বীপে।

তবে এই দোকানের একটাই সমস্যা। দোকানদার কুকুর হওয়ার জন্য টাকা ফেরত দিতে পারে না সে। সে জন্য দোকানের পাশে লেখা রয়েছে, ‘আমি কুকুর। তাই টাকা ফেরত দিতে পারব না।’ তাই আলু কেনার অতিরিক্ত টাকা দিয়ে কেনা হয় কেন-কুনের খাবার।

জাপানের এক সংবাদ জানিয়েছে, আলুর দোকান চালানো কেনের কাছে কোনও খেলা নয়। নিয়মিত এই কাজ করে সে। তার পর সন্ধ্যাবেলায় মালিকের সঙ্গে হেঁটে বাড়ি ফিরে যায়।

আরও পড়ুন: ঝোড়ো হাওয়ায় ছাতা সমেত উড়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dog Japan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE