Advertisement
১০ মে ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশে

শান্তিনিকেতনের আদলে বাংলাদেশে তৈরি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজাদপুর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান। এখানকার কাছারিবাড়িতে এসে থাকতে ভালবাসতেন বিশ্বকবি। বাংলাদেশের ক্যালেন্ডার অনুসারে শুক্রবার ছিল ২৫ বৈশাখ। সারা দেশের সঙ্গে শাহজাদপুরেও পালিত হয় রবীন্দ্র জন্মোৎসব। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, জমিদারি দেখভাল করতে এখানে এসে থাকলেও অন্যদের মতো তিনি প্রজাশোষণ করে কোষাগার স্ফীত করতেন না। সুখে দুঃখে প্রজাদের সঙ্গে থাকতেন। প্রধানমন্ত্রী জানান, শাহজাদপুরের বিশ্ববিদ্যালয়টির দু’টি অনুষদ বা শাখা হবে কুষ্ঠিয়ার শিলাইদহ ও নওগাঁর পাতিসরে।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৩:৪৭
Share: Save:

শান্তিনিকেতনের আদলে বাংলাদেশে তৈরি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজাদপুর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান। এখানকার কাছারিবাড়িতে এসে থাকতে ভালবাসতেন বিশ্বকবি। বাংলাদেশের ক্যালেন্ডার অনুসারে শুক্রবার ছিল ২৫ বৈশাখ। সারা দেশের সঙ্গে শাহজাদপুরেও পালিত হয় রবীন্দ্র জন্মোৎসব। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, জমিদারি দেখভাল করতে এখানে এসে থাকলেও অন্যদের মতো তিনি প্রজাশোষণ করে কোষাগার স্ফীত করতেন না। সুখে দুঃখে প্রজাদের সঙ্গে থাকতেন। প্রধানমন্ত্রী জানান, শাহজাদপুরের বিশ্ববিদ্যালয়টির দু’টি অনুষদ বা শাখা হবে কুষ্ঠিয়ার শিলাইদহ ও নওগাঁর পাতিসরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE