Advertisement
E-Paper

দেশ শাসনের পেশায়

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দিতে হলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিস সার্ভিসেস পরীক্ষায় বসতে হয়।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০৫:২৭

প্রশ্ন: ভূগোল নিয়ে স্নাতক স্তরে পড়ছি। ভবিষ্যতে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দিতে ইচ্ছুক। এর জন্য কী পরীক্ষা দিতে হয়? পরীক্ষায় কী থাকে?

গৌতম পাল, টাকি

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দিতে হলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সিভিস সার্ভিসেস পরীক্ষায় বসতে হয়। তার পরে সেখানে র‌্যাঙ্ক অনুযায়ী ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পদে যোগ দেওয়ার সুযোগ মেেল। এ বছর পর্যন্ত পরীক্ষার যা ধরন, তাতে থাকে তিনটে ধাপ —

• প্রিলিমিনারি;

• মেন এবং

• পার্সোনালিটি টেস্ট।

প্রিলিমিনারি পরীক্ষাটা হয় অবজেকটিভ ধরনের। এটাকে এক ধরনের স্ক্রিনিং টেস্ট বলা যায়। এই ধাপ যারা পেরোয়, তারা বসতে পারে মেন পরীক্ষায়। মেন পরীক্ষা হল লিখিত পরীক্ষা। এতে উত্তীর্ণ হলে প্রার্থীরা ডাক পায় পার্সোনালিটি টেস্ট-এ।

প্রিলিমিনারি পরীক্ষায় দুটো পেপার। এক, জেনারেল স্টাডিজ (জিএস)। আর, দুই, সিভিল সার্ভিসেস অ্যাপ্টিটিউড টেস্ট (সিস্যাট)। প্রত্যেকটি পেপারের জন্য সময় দু’ঘণ্টা, মোট ২০০ নম্বর করে। এখানে নেগেটিভ মার্কিং আছে।

জিএস বা পেপার ১-এ প্রশ্ন থাকে—

• কারেন্ট ইভেন্টস অব ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইমপর্ট্যান্স

• হিস্ট্রি অব ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট

• ইন্ডিয়ান অ্যান্ড ওয়র্ল্ড জিয়োগ্রাফি — ফিজিক্যাল, সোশ্যাল, ইকনমিক জিয়োগ্রাফি অব ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড।

• ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স- কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েত রাজ, পাবলিক পলিসি, রাইটস ইস্যু ইত্যাদি

• ইকনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট — সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পভার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক্স, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভস ইত্যাদি।

• জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আর

• জেনারেল সায়েন্স থেকে।

পেপার ২টা কিন্তু কোয়ালিফাইং পেপার। এখানে থাকে—

• কম্প্রিহেনশন

• কমিউনিকেশন স্কিলস সহ ইন্টারপার্সোনাল স্কিলস

• লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি

• ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং

• জেনারেল মেন্টাল এবিলিটি আর

• বেসিক নিউমেরেসি (দশম শ্রেণি স্তরের অঙ্ক), ডেটা ইন্টারপ্রিটেশন (চার্ট, গ্রাফ, টেবিল, ডেটা সাফিশিয়েন্সি ইত্যাদি দশম শ্রেণি স্তরের)।

আর মেন-এ থাকে মোট ন’টি পেপার। এদের মধ্যে প্রথম দুটি পেপার হল কোয়ালিফাইং পেপার। এ দু’টি ৩০০ নম্বর করে। আর বাকি পেপারগুলি হল:

• পেপার ১ (এসে);

• পেপার ২ (জেনারেল স্টাডিজ-১— যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিয়োগ্রাফি অব দ্য ওয়র্ল্ড অ্যান্ড সোসাইটি);

• পেপার ৩ ( জেনারেল স্টাডিজ ২— গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল রিলেশনস);

• পেপার ৪ (জেনারেল স্টাডিজ ৩— থাকে টেকনোলজি, ইকনমিক ডেভেলপমেন্ট, বায়ো-ডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিয়োরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট);

• পেপার ৫ (জেনারেল স্টাডিজ ৪— এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড);

• পেপার ৬ (ঐচ্ছিক বিষয়ের প্রথম পত্র);

• পেপার ৭ (ঐচ্ছিক বিষয়ের দ্বিতীয় পত্র)। এই পেপারগুলি সব ২৫০ নম্বরের। এখানে সময় দেওয়া হয় তিন ঘণ্টা।

আর শেষে থাকে পার্সোনালিটি টেস্ট। এতে থাকে ২৭৫ নম্বর।

সাধারণ প্রার্থীরা মোট ছ’বার এই পরীক্ষায় বসার সুযোগ পাবে। যদিও তফসিলি জাতি/ জনজাতি এবং অন্যান্য অনুন্নত শ্রেণির ক্ষেত্রে এই শর্ত অন্য।

প্রত্যেকটি ধাপ এবং তার সিলেবাসের বিষয়ে বিস্তারিত ভাবে দেওয়া থাকে ইউপিএসসি-র ওয়েবসাইটে। ইউপিএসসি-র ওয়েবসাইট: www.upsc.gov.in

Education IAS Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy