Advertisement
০৯ মে ২০২৪

বাগান করতে কী করবেন, আর কী করবেন না

লক্ষ্যের পিছনে শুধুই ছুটছেন সারা দিন। আশেপাশের কাঠখোট্টা প্রাণহীন কংক্রিটের জঙ্গল আর নিয়ন আলোর রোশনাই হয়তো আপনার চোখকে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু ভাবুন তো সারা দিন কাজের পর ফিরে এলেন বাড়িতে। ছোট্ট ছিমছাম বাড়িটির গায়েই আলগা লেগে রয়েছে একফালি সবুজ।

আগাছা সরান: দেখাশোনায় একটু ঢিলেমি হলেই আগাছা নষ্ট করে দেবে আপনার সাধের বাগানকে। তবে যদি একটু নুন ছিটিয়ে দেন তবে শামুকও আসবে না আর আগাছাও জন্মাবে না বাগানে।

আগাছা সরান: দেখাশোনায় একটু ঢিলেমি হলেই আগাছা নষ্ট করে দেবে আপনার সাধের বাগানকে। তবে যদি একটু নুন ছিটিয়ে দেন তবে শামুকও আসবে না আর আগাছাও জন্মাবে না বাগানে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৭:৫৯
Share: Save:

লক্ষ্যের পিছনে শুধুই ছুটছেন সারা দিন। আশেপাশের কাঠখোট্টা প্রাণহীন কংক্রিটের জঙ্গল আর নিয়ন আলোর রোশনাই হয়তো আপনার চোখকে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু ভাবুন তো সারা দিন কাজের পর ফিরে এলেন বাড়িতে। ছোট্ট ছিমছাম বাড়িটির গায়েই আলগা লেগে রয়েছে একফালি সবুজ। কখনও তা হাওয়ায় দুলে আদরের প্রলেপ দিচ্ছে আপনার মনে, কখনও বা বৃষ্টিস্নাত হয়ে প্রচণ্ড সবুজে চিরনবীন করছে আপনার মনকে। বিকেলে চা খেতে খেতে চোখের সামনের এক ফোঁটা সবুজ-হলুদ-গোলাপি-বেগুনি চোখের নিমেষে সারা দিনের ক্লান্তিকে প্রজাপতির ডানায় চাপিয়ে পাঠিয়ে দিয়েছে দূরদেশে। এমন হলে কিন্তু মন্দ হয় না। কিন্তু কী ভাবে পাবেন এমন মোহময়ী রংবেরঙের সুন্দর বাগান? গ্যালারি দিল তেমনই কিছু টিপস।

আরও পড়ুন: খেতে ভালবাসেন? তা হলে এই ডেটিং টিপস শুধুমাত্র আপনার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

garden gardening tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE