লক্ষ্যের পিছনে শুধুই ছুটছেন সারা দিন। আশেপাশের কাঠখোট্টা প্রাণহীন কংক্রিটের জঙ্গল আর নিয়ন আলোর রোশনাই হয়তো আপনার চোখকে ক্লান্ত করে দিচ্ছে। কিন্তু ভাবুন তো সারা দিন কাজের পর ফিরে এলেন বাড়িতে। ছোট্ট ছিমছাম বাড়িটির গায়েই আলগা লেগে রয়েছে একফালি সবুজ। কখনও তা হাওয়ায় দুলে আদরের প্রলেপ দিচ্ছে আপনার মনে, কখনও বা বৃষ্টিস্নাত হয়ে প্রচণ্ড সবুজে চিরনবীন করছে আপনার মনকে। বিকেলে চা খেতে খেতে চোখের সামনের এক ফোঁটা সবুজ-হলুদ-গোলাপি-বেগুনি চোখের নিমেষে সারা দিনের ক্লান্তিকে প্রজাপতির ডানায় চাপিয়ে পাঠিয়ে দিয়েছে দূরদেশে। এমন হলে কিন্তু মন্দ হয় না। কিন্তু কী ভাবে পাবেন এমন মোহময়ী রংবেরঙের সুন্দর বাগান? গ্যালারি দিল তেমনই কিছু টিপস।
আরও পড়ুন: খেতে ভালবাসেন? তা হলে এই ডেটিং টিপস শুধুমাত্র আপনার