Advertisement
E-Paper

নিয়মিত না কেচেও শীতের পোশাক থেকে দুর্গন্ধ দূর করা সম্ভব, জেনে নিন ৩ কৌশল

শীত আসছে। শীতের পোশাকের যত্ন সাধারণ পোশাকের চাইতে আলাদা। ঘন ঘন এই ধরনের পোশাক কাচা সম্ভব নয়। তার ফলে পোশাকে ঘাম জমে দুর্গন্ধ তৈরি হতে পারে। সমস্যার সমাধানে কাজে আসবে কয়েকটি কৌশল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২০:২৪
3 simple ways to keep your winter clothes fresh and odour free without dry cleaning

শীতের পোশাক সরভিত রাখা সম্ভব। ছবি: সংগৃহীত।

শীত আসতে আর বিশেষ দেরি নেই। শীতের পোশাক বাড়িতে সব সময়ে কাচা সহজ নয়। জ্যাকেট, সোয়েটার বা শালের মতো জিনিসগুলি ঘন ঘন কাচা যায় না। আবার তার জন্য অনেকেই লন্ড্রির উপর নির্ভর করেন। আর নিয়মিত শীতের পোশাক পরিষ্কার না করা হলে, তা থেকে দুর্গন্ধ বার হতে পারে। শীতের পোশাক না কেচেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কয়েকটি কৌশল

১) বেকিং সোডা: বাড়িতে সাধারণত বেকিং সোডা থাকেই। এই উপাদানটি প্রাকৃতিক ভাবে দুর্গন্ধ দূর করতে পারে। শীতের পোশাকে যেখানে ঘাম জমা হতে পারে (যেমন বাহুসন্ধি বা হাতের কব্জির অংশ), সেখানে অল্প বেকিং সোডা ছড়িয়ে দেওয়া যায়। এক দিন পর পোশাকটি ভাল করে ঝেড়ে নিয়ে ব্যবহার করা যায়।

২) সাদা ভিনিগার: ভিনিগারের ঝাঁঝালো গন্ধ শীতের পোশাকের দুর্গন্ধ দূর করতে পারে। সমপরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে পোশাকের উপর হালকা স্প্রে করতে হবে। পোশাক যাতে মিশ্রণে ভিজে না যায়, তা খেয়াল রাখা উচিত। তার পর পোশাকটিকে হাওয়ায় রেখে দিতে হবে।

৩) সূর্যালোক এবং বাতাস: সূর্যের আলো এবং খোলা বাতাস পোশাক থেকে দুর্গন্ধ দূর করতে সক্ষম। ব্যবহৃত শীতের পোশাক সূর্যালোকে রেখে দেওয়া উচিত। সূর্যালোকের অতিবেগনি রশ্মি পোশাকে উপস্থিত জীবাণু এবং ছত্রাককে দূর করে। তার ফলে পোশাক থেকে দুর্গন্ধ দূর হয়। তবে মনে রাখতে হবে, সরাসরি সূর্যালোকে পোশাক বেশি ক্ষণ রাখলে তার রং চটে যেতে পারে।

Laundry Winter Woolen Clothes Winter Wear Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy