কালো পোশাক ভিড়ের মাঝে আলাদা আকর্ষণ তৈরি করতে পারে। কিন্তু কালো পোশাকের একটা বড় সমস্যা— সময়ের সঙ্গে ঠিক মতো পরিষ্কার না করা হলে পোশাকের রং ফিকে হতে শুরু করে। কালো রং ফিকে হয়ে গেলে তখন কিন্তু সেই পোশাক তার আকর্ষণ হারিয়ে ফেলে। তাই বাড়িতে কালো পোশাক ধোয়ার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত।
আরও পড়ুন:
কালো পোশাকের রং এবং ঔজ্জ্বল্য বজায় রাখতে কয়েকটি কৌশল ব্যবহার করা যেতে পারে—
১) অন্য কাপড়ের সঙ্গে কালো পোশাক ধোয়া হলে, সাবান কালোর উপরে বেশি কার্যকরী না-ও হতে পারে। ওয়াশিং মেশিনে বা হাতে— কালো পোশাক পৃথক ভাবে কাচা উচিত। একই সঙ্গে অনেকগুলি কালো পোশাক কাচা সম্ভব হলে আরও ভাল হয়। তার ফলে কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে।
২) গরম জলে কালো পোশাক কাচা হলে তার রং ফিকে হয়ে যেতে পারে। তাই কালো পোশাকের উজ্জ্বলতা বজায় রাখতে সব সময় ঠান্ডা জলে তা কাচা উচিত।
৩) কালো পোশাক কাচার আগে তা উল্টো (বাইরের অংশটি ভিতরে করে নেওয়া) করে নেওয়া যেতে পারে, তার ফলে পোশাকের গুণমাণ সাবানের ক্ষারে নষ্ট হবে না।
৪) ওয়াশিং মেশিনে কাচা হলে ভিতরে একটি অ্যালুমিনিয়াম ফয়েলের বল রাখা যেতে পারে। তার ফলে যে স্থিরতড়িৎ উৎপন্ন হবে, তাতে কাপড় কোঁচকাবে না এবং তা কাপড় থেকে রোঁয়া ওঠা আটকাতে পারে।
৫) সাদা ভিনিগারে মধ্যে কাপড়ের রং রক্ষা করার ক্ষমতা রয়েছে। তাই কালো কাপড় কাচার আগে সাবানের সঙ্গে এক-দু’চামচ ভিনিগার মিশিয়ে নিলে ভাল হয়। তার মধ্যে পোশাকগুলি চুবিয়ে রাখলে সাবানের ক্ষতিকারক রাসায়নিক কাপড়ের ক্ষতি করতে পারে না।