সাজার জন্য তো অনেক ধরনের প্রসাধন সামগ্রীই আপনি ব্যবহার করেন। কিন্তু জানেন কী আপনি যে সব প্রসাধন সামগ্রী ব্যবহার করেন, তা অন্যান্য ধরনের ব্যবহারেও ভীষণ ভাল কাজে আসে। চটজলদি কয়েকটি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে কয়েকটি সাজগোজের উপাদানই। সাজার পাশাপাশি প্রসাধন সামগ্রীর রয়েছে এমন কিছু ব্যবহার যা দৈনন্দিন জীবনের ছোটখাট ঝামেলা থেকে আপনাকে রেহাই দিতে পারে। এমনই কয়েকটি ব্যবহার জেনে নিন।
আরও পড়ুন: হার্ট থেকে ত্বক সবটাই সুস্থ রাখবে কালো আঙুর!
১। জুতোর রং কিছু কিছু জায়গায় উঠে গেছে? জুতোর রংয়ের সঙ্গে মিলিয়ে নেলপলিশ লাগিয়ে নিন। নিমেষেই ঝকঝকে হয়ে উঠবে আপনার জুতো।