Advertisement
০৯ মে ২০২৪
Lifestyle

প্রসাধন সামগ্রীর অন্য রকম ৫টি ব্যবহার

সাজার জন্য তো অনেক ধরনের প্রসাধন সামগ্রীই আপনি ব্যবহার করেন। কিন্তু জানেন কী আপনি যে সব প্রসাধন সামগ্রী ব্যবহার করেন, তা অন্যান্য ধরনের ব্যবহারেও ভীষণ ভাল কাজে আসে। চটজলদি কয়েকটি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে কয়েকটি সাজগোজের উপাদানই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ২২:১৫
Share: Save:

সাজার জন্য তো অনেক ধরনের প্রসাধন সামগ্রীই আপনি ব্যবহার করেন। কিন্তু জানেন কী আপনি যে সব প্রসাধন সামগ্রী ব্যবহার করেন, তা অন্যান্য ধরনের ব্যবহারেও ভীষণ ভাল কাজে আসে। চটজলদি কয়েকটি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে কয়েকটি সাজগোজের উপাদানই। সাজার পাশাপাশি প্রসাধন সামগ্রীর রয়েছে এমন কিছু ব্যবহার যা দৈনন্দিন জীবনের ছোটখাট ঝামেলা থেকে আপনাকে রেহাই দিতে পারে। এমনই কয়েকটি ব্যবহার জেনে নিন।

আরও পড়ুন: হার্ট থেকে ত্বক সবটাই সুস্থ রাখবে কালো আঙুর!

১। জুতোর রং কিছু কিছু জায়গায় উঠে গেছে? জুতোর রংয়ের সঙ্গে মিলিয়ে নেলপলিশ লাগিয়ে নিন। নিমেষেই ঝকঝকে হয়ে উঠবে আপনার জুতো।

২। অনেকদিন ধরে ব্যবহার না করলে প্যান্টের জিপার আঁটতে যেতে পারে। সামান্য লিপবাম ঘষে নিন। জিপারের জং দূর হয়ে যাবে।

৩। কি-বোর্ড নোংরা হয়ে গেলে নেলপলিশ রিমুভারে তুলো ভিজিয়ে মুছে নিন। কি-বোর্ড পরিষ্কার হয়ে উঠবে।

৪। কাপড়, চুল অথবা ত্বকে চুইংগাম আঁটকে যাওয়া খুবই বিরক্তিকর। চুইংগামের আঠা সহজে উঠতে চায় না। সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন ওই স্থানে। দূর হবে আঠালো ভাব।

৫। কাঠের আসবাব ব্যবহার করতে করতে কেমন একটা ফ্যাকাসে হয়ে যায়। ১টেবিল চামচ লেবুর রসের সঙ্গে বেবি অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এ বার সেই স্প্রে করে নিন আসবাবের উপর। এবার নরম কাপড় দিয়ে ঘষে নিন। ব্যাস! ফিরে আসবে আসবাবের জেল্লা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty product Plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE