Advertisement
২৩ জুন ২০২৪

বেড়াতে গেলে এড়িয়ে চলুন এই ৮ খাবার

বেড়াতে গেলে সময়ের যেমন খেয়াল থাকে না, তেমনই খাওয়া-দাওয়ার কোনও ঠিক ঠিকানা থাকে না। এই সময় আমরা সব কিছু ভুলে বেড়ানোর আনন্দে সব কিছুই খেয়ে ফেলি। কিছুটা ছুটি কাটানোর অানন্দে, কখনও আবার যা পাওয়া যাচ্ছে তাই খেয়েই কাটাতে হয়। ফলে বেড়িয়ে ফিরে আসার পর পেট খারাপ, দুর্বলতা, অসুস্থতায় ভুগি।

আধসেদ্ধ মাংস ও সি ফুড: সমুদ্রের ধারে বেড়াতে গেলে সি ফুড, সেঁকা মাংস, সঙ্গে অ্যালকোহল আমাদের প্রিয় খাবার।<br> জানেন কি আধসেদ্ধ সি ফুড ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর? শরীর খারাপ হতে বাধ্য। অনেক সময় হয়ে যেতে পারে মারাত্মক অ্যালার্জিও।

আধসেদ্ধ মাংস ও সি ফুড: সমুদ্রের ধারে বেড়াতে গেলে সি ফুড, সেঁকা মাংস, সঙ্গে অ্যালকোহল আমাদের প্রিয় খাবার।<br> জানেন কি আধসেদ্ধ সি ফুড ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর? শরীর খারাপ হতে বাধ্য। অনেক সময় হয়ে যেতে পারে মারাত্মক অ্যালার্জিও।

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৯:৩৯
Share: Save:

বেড়াতে গেলে সময়ের যেমন খেয়াল থাকে না, তেমনই খাওয়া-দাওয়ার কোনও ঠিক ঠিকানা থাকে না। এই সময় আমরা সব কিছু ভুলে বেড়ানোর আনন্দে সব কিছুই খেয়ে ফেলি। কিছুটা ছুটি কাটানোর অানন্দে, কখনও আবার যা পাওয়া যাচ্ছে তাই খেয়েই কাটাতে হয়। ফলে বেড়িয়ে ফিরে আসার পর পেট খারাপ, দুর্বলতা, অসুস্থতায় ভুগি। বেড়াতে গেলে কিন্তু খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতেই হবে। জেনে নিন বেড়াতে গেলে কোন ৮ খাবার এড়িয়ে চলাই ভাল।

আরও পড়ুন: খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে? তাহলে এখনই ছাড়ুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

foods travel travelling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE