মাঝেমধ্যেই হরেক রকমের বিচিত্র ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। কোনওটি নিছকই মজার, কোনওটি আবার তৈরি করে মজার দৃষ্টিভ্রম। তেমনই একটি ছবি কয়েক দিন ধরে মন কেড়েছে নেটাগরিকদের।
মাঝেমধ্যেই হরেক রকমের বিচিত্র ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। কোনওটি নিছকই মজার, কোনওটি আবার তৈরি করে মজার দৃষ্টিভ্রম। তেমনই একটি ছবি কয়েক দিন ধরে মন কেড়েছে নেটাগরিকদের।
ছবি: সংগৃহীত
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ি থেকে মুখ বার করে রয়েছে একটি ম্যাস্টিফ প্রজাতির কুকুর। কিন্তু মাথা কুকুরের হলেও দেহের নিম্নাংশে দেখা যাচ্ছে অবিকল মানুষের মতো পা! এমন অদ্ভুত ছবিটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। জো মিচেল নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছেন ছবিটি। সঙ্গে লিখেছেন, ‘আমার বাবা আমাকে এই ছবিটি পাঠালেন, আমি জানি না কুকুরের যে মানুষের মতো পা গজিয়েছে, সেটা উনি বুঝতে পেরেছেন কি না!’
আসলে কুকুরটি যে গাড়িটির জানালা থেকে মুখ বার করে রয়েছে, তার গায়েই প্রতিফলিত হচ্ছে চিত্রগ্রাহকের পা। আর কুকুরের মুখের নিচে সেই প্রতিবিম্ব এমন ভাবে বসেছে যে, এক ঝলক দেখে মনে হচ্ছে যেন পা গজিয়েছে কুকুরটির। রইল সেই মজার ছবিটি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।