প্রভিডেন্ড ফান্ডের অফিসের কর্মীর পরিচয়ে এক শিক্ষকের থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি মুম্বইয়ের। ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে এনআরআই কোস্টাল থানা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে অনলাইনে প্রভিডেন্ড ফান্ড অফিসের ফোন নম্বর খুঁজছিলেন বছর ৩২-এর বেসরকারি স্কুলের ওই শিক্ষিকা। সেই সময়ে ওই মহিলাকে ফোন করে ওই ব্যক্তি জানান, তিনি প্রভিডেন্ড ফান্ড অফিসে কর্মরত। এর পর তাঁকে তাঁর ফোন থেকে একটি অ্যাপও ডাউনলোড করতে বলা হয়। সেখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্যও দিতে বলা হয়। সব শেষে ব্যক্তিগত ‘পিন’ও দিয়ে দেন ওই শিক্ষিকা। মুহূর্তের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলে নেয় জালিয়াতরা।
অনলাইন টাকা জালিয়াতের ঘটনা নতুন নয়। কখনও অনলাইন অ্যাপের মাধ্যমে, আবার কখনও ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে। কিছু দিন আগেই মুম্বইয়ের এক ব্যবসায়ী ভুয়ো জ্যোতিষীর পাল্লায় পড়ে প্রায় দু’লক্ষ টাকা খুইয়েছেন। আবার অনলাইনে খাবারের বরাত দিতে গিয়ে বছর ৫৩-র এক মহিলার থেকে প্রায় ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা।