ট্রেনে বসে খাওয়ার অভিজ্ঞতা কমবেশি সকলেরই আছে। দূরপাল্লার ট্রেনে সফরকালে খাওয়াদাওয়ার পাট তো থাকেই। তবে এ বার ট্রেনে বসে খাওয়ার মুহূর্ত উপভোগ করতে চাইলে ট্রেনে উঠতে হবে না। ইচ্ছা করলেই সে সুযোগ পাওয়া যাবে। ব্যাপারটি একটু খোলসা করে বলা যাক।
সম্প্রতি বিশাখাপত্তনমে ‘প্ল্যাটফর্ম ৬৫’ নামে টয় ট্রেনের আবহে এমনই মজার থিম রেস্তরাঁ তৈরি করা হয়েছে। রেস্তোরাঁর আবহটাই এমন সেখানে পৌঁছলেই আপনার মনে হবে, যেন কোনও প্ল্যার্টফর্মে এসে পড়েছেন। এই রেস্তোরাঁর প্রতিটি টেবিলও এক একটি স্টেশনের নামে রাখা হয়েছে। পছন্দমতো টেবিল বেছে নিয়ে গুছিয়ে বসার পর খাবার অর্ডার দিলে টেবিল থেকে একটি সবুজ আলো জ্বলে উঠবে। কিছু ক্ষণ পর নীল রঙের আলো জ্বলে উঠলে বুঝতে হবে আপনার খাবার টেবিলে পরিবেশিত হতে চলেছে। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময়ে সিগন্যাল দেওয়ার মতো এখানেও সেই ভাবে ব্যবস্থা করা হয়েছে।