এ বছরের মতো রথযাত্রা শেষ। সন্তানের টানা রথটি এবার তুলে রাখার পালা। আবার সেটির দরকার হবে সামনের বছর। কিন্তু রথ কী ভাবে গুছিয়ে রাখবেন? ঘরের কোণে ফেলে রাখলে পরের বছর ব্যবহারের জন্য কোনও শ্রী থাকবে না। অযত্নে যেমন চাকা নষ্ট হবে, তেমনই কমবে রথের রঙের জেল্লা। রথ সাজানোর সামগ্রীও হারিয়ে যেতে পারে। প্রতি বছর নতুন জিনিস কিনে বাড়তি খরচ করার চেয়ে এক বার কষ্ট করে বরং সেগুলি গুছিয়েই রাখুন।
আরও পড়ুন:
১। প্রথমেই রথ সাজানোর জিনিসগুলি খুলে রাখুন। ফুল দিয়ে সাজালে সেগুলি নির্দিষ্ট স্থানে ফেলে দিন। বিগ্রহ সরিয়ে রথ পরিষ্কার করে নিন। কারণ, সামগ্রী-সহ রাখলে সেগুলিও ধুলো পড়ে নষ্ট হবে।
২। যে জিনিস দিয়ে রথ সাজিয়েছিলেন সেগুলি ছোট ছোট স্বচ্ছ প্লাস্টিক প্যাকেটে রেখে দিন। এতে জিনিসগুলি হারাবে না। আবার দরকারের সময় স্বচ্ছ প্লাস্টিক থাকলে বোঝা যাবে, ভিতরে কী রয়েছে।
৩। রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ অনেকেই নিত্যপুজো করেন। সেটি ঠাকুরঘরে বসিয়ে দিন। আর যদি রথের জন্য আলাদা বিগ্রহ থাকে, সেটি ভাল করে পরিষ্কার করে কাগজ মুড়ে কোথাও তুলে রাখুন।
৪। জগন্নাথকে প্রসাদ দেওয়ার থালা, বাটি পিতলের হলে তেঁতুল দিয়ে মেজে, পরিষ্কারের কাপড় দিয়ে মুছে, কাগজ মুড়ে তুলে রাখা দরকার। না হলে সেগুলি জেল্লা হারাবে।
৫। রথটিকে প্লাস্টিকে মুড়ে বা কাগজ দিয়ে প্রতিটি অংশ আলাদা ভাবে মুড়ে রোদ-জল আসে না, এমন স্থানে তুলে রাখুন। রথের উপর কোনও ভারী জিনিস রাখবেন না। এতে চাকা বা রথ ভেঙে যেতে পারে।