Advertisement
২০ এপ্রিল ২০২৪
Parents

Parenting: অতিরিক্ত অভিভাবকত্ব ফলাচ্ছেন না তো? বুঝবেন কী ভাবে

বুঝবে কী ভাবে যে সন্তানকে অতিরিক্ত আগলে রাখছেন? তা বোঝার কয়েকটি উপায় রয়েছে। নিজের আচরণে নজর দিতে হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ২১:২২
Share: Save:

অভিভাবকেরা সবসময়েই সন্তানকে যত্নে রাখতে চান। নিজের মনের মতো করে বড় করতে চান। শিখিয়ে দিতে চান সব আদব-কায়দা। উদ্দেশ্য একটাই। যাতে বড় হয়ে সমস্যায় না পড়তে হয় সন্তানকে।

কিন্তু যত্ন করতে গিয়ে অতিরিক্ত আগলে ফেলছেন না তো সন্তানকে? তাতে উল্টে ক্ষতি হতে পারে তার।

এ ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় হল, মাত্রা বোঝা। কতটা আগলে রাখবেন? আবার ঠিক কোন পর্যায়ে পৌঁয়ে তাঁকে নিজের মতো করে চলতে দেবেন।

কিন্তু বুঝবে কী ভাবে যে সন্তানকে অতিরিক্ত আগলে রাখছেন? তা বোঝার কয়েকটি উপায় রয়েছে। নিজের আচরণে নজর দিতে হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) সর্বক্ষণ সন্তানকে নিয়েই চিন্তা করেন কি? সে ঠিক করে খেল কিনা, পড়ল কিনা! এমন ভাবনা সারাক্ষণ মনের মধ্যে ঘুরপাক খায় কারও কারও। নিজেও তেমন কাজ করছেন খেয়াল করলে সাবধান হওয়া জরুরি। সে ক্ষেত্রে অন্য কাজেও মন দিতে হবে।

২) অন্যরা আপনার সন্তানের সঙ্গে কেমন আচরণ করছেন, তা-ও নিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে কি? তবেও সাবধান। সন্তানের সঙ্গে অন্য কারও সম্পর্কের মাঝে ঢুকে পড়লে বুঝতে হবে আপনি অতিরিক্ত অভিভাবকত্ব ফলাচ্ছেন।

৩) সব সময়ে আগলে রাখেন? কোনও কাজও দেন না সন্তানকে? নিজেই সব করে দিতে চান। এমন ভাবে বেশি দিন চলে না। বরং তার বেড়ে ওঠার ক্ষেত্রে বাধাই সৃষ্টি করছেন।

নিজের মধ্যে এর কোনও প্রবণতা লক্ষ্য করলেই সতর্ক হতে হবে। কারণ, এতে ক্ষতি হতে পারে সন্তানেরই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Children Parents Parenting Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE