Advertisement
E-Paper

সোনার দাম লাখ টাকা! ১০০০০ টাকার মধ্যে উপহারের কী কী গয়না কিনতে পারেন?

দাম বেড়েছে বলে কি সোনা কিনবেন না? একটু বুদ্ধি খাটিয়ে জিনিস কিনলে এখনও এমন অনেক উপহার কিনতে পারেন, যা আকারে ছোট না হয়েও রুচির ছাপ বোঝাবে আবার দাম হবে আয়ত্ত্বের মধ্যেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৩:০৪

ছবি : সংগৃহীত।

ইজ়রায়েল-ইরানের যুদ্ধের প্রভাব পড়ছে ভারতের সোনার বাজারে। গত শনিবারই লাখ টাকা পার করে ফেলেছে ১ ভরি সোনার দাম। রবিবার রাতে তার থেকে সামান্য কমে কলকাতায় ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম এসে ঠেকেছে ৯৯ হাজার ৭৫০ টাকায়। অর্থাৎ ১ লক্ষ থেকে মাত্র আড়াইশো টাকা কম! এ দিকে দাম বেড়েছে বলে যে সোনা কিনতে হচ্ছে না, তা-ও নয়। বিয়েবাড়ি, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকলে, বিশেষ করে পরিবারের মধ্যে সেই নিমন্ত্রণ থাকলে অল্প হলেও সোনা দেওয়ার রীতি রেওয়াজ মানতে হয় অনেককে। কিন্তু মাস কয়েক আগেও যেখানে ১০ হাজার টাকায় একজোড়া ভদ্রস্থ মাপের দুল পাওয়া যেত, এখন আর তা হওয়ার জো নেই। সত্যিই কি তাই? একটু বুদ্ধি খাটিয়ে জিনিস কিনলে এখনও এমন অনেক উপহার কিনতে পারেন, যা আকারে ছোট না হয়েও রুচির ছাপ বোঝাবে, আবার দামও হবে আয়ত্তের মধ্যেই। রইল তেমন ১০ রকম উপহারের সন্ধান।

১। লকেট

১০ গ্রাম সোনার দাম যদি এক লাখ টাকা হয়, তবে দশ হাজার টাকায় ১ গ্রাম সোনা পাওয়া যাবে। এই এক গ্রাম সোনা দিয়ে ছোট্ট লকেট হতে পারে। তাতে সামান্য ব্যক্তিগত ছোঁয়া দিতে নামের অদ্যক্ষর খোদাই করাতে পারেন। তা ছাড়া করাতে পারেন মিনাকারি নকশা বা জালের কাজ।

২। খোঁপার কাঁটা

ভাবছেন, এক গ্রাম সোনায় চুলের কাঁটা হবে কী করে! একটু বুদ্ধি খরচ করলেই সম্ভব। কাঠের তৈরি কাঁটার মাথায় গোঁজার পরে যেটুকু দেখা যায় সেই অংশে লাগিয়ে নিতে হবে সোনার কোনও কারুকাজ। তাতে বেশি সোনা লাগবে না অথচ একটি সুন্দর রূচিশীল উপহারও দিতে পারবেন প্রিয়জনের হাতে।

৩। বালা

এক হাতে বালা পরেন অনেকেই। এখন নানা রঙের নানা আকৃতির প্রবালের বালা পাওয়া যায়। তাতে ছোট ছোট সোনার নকশা করিয়ে নেওয়া যেতে পারে। সোনা কতটা দিতে চান, সেই বুঝে নকশা বেছে নিন। এতে জিনিসটি বড়ও হল, সোনারও হল।

৪। নেকলেস

পলার নেকলসও পাওয়া যায়। আবার অনেকে মুক্তো, কাঠের পুঁতি, ছোট ছোট রুদ্রাক্ষ দিয়ে নেকলেস বানিয়ে তার মাঝখানে জুড়ে দেন সোনার কারুকাজ করা ছোট্ট লকেট। এ ক্ষেত্রেও কতটা সোনা দিতে চান, সেই বুঝে নকশা চয়ন করুন।

৫। দুল

পলা বা কাঠের নকশাদার টুকরোর উপরে খোদাই করে দিন সোনার ছোট্ট বল বা চৌখুপি বা যে কোনও নকশা। উপহার হবে স্মার্ট এবং সুন্দর।

৬। নাকছাবি

১ গ্রাম সোনায় নানা মাপের নাকছাবি হতে পারে। সাধারণ হিরে বসানো নাকছাবি বেছে না নিয়ে একটু ভেবেচিন্তে অন্য রকম নকশা বেছে নিন। তাতে আপনার উপহার ছোট হয়েও আলাদা করে নজর কাড়বে।

৭। টিপ বা গিনি

সোনার টিপ উপহার দেন অনেকে। আপনি তেমন নকশাদার টিপ উপহার দিতে পারেন। আবার সোনার গিনিও দিতে পারেন। আধ গ্রাম সোনার গিনিও পাওয়া যায়। চাইলে এক গ্রাম সোনার গিনিও দিতে পারেন।

৮। ব্রেসলেট

মুক্তো বা অন্য যে কোনও পুঁতির ব্রেসলেটের মাঝে ছোট্ট সোনার নকশা। সেই নকশায় সোনার পাতের উপর কিছু লেখা থাকতে পারে। আবার নামের অদ্যক্ষরও থাকতে পারে। অথবা থাকতে পারে, প্রজাপতি, মথ, মৌমাছি, পাখি বা ফুলের মতো কোনও নকশা। এই ধরনের ব্রেসলেটকে বলা হয় চার্ম ব্রেসলেট। কমবয়সিদের এমন উপহার পছন্দ হবে।

৯। আংটি

সোনার আংটিও দিতে পারেন উপহার। আর তা-ও পাবেন বাজেটের মধ্যেই। এখন নানা রঙের পলার উপর সোনার নকশা খোদাই করে আংটি বানানো হয়। তেমন আংটিও বেছে নিতে পারেন উপহার দেওয়ার জন্য।

১০। চামচের সেট

গয়না নয়, তবে উপহার হিসাবে ভাল। সোনার চামচ, থুড়ি সোনা খোদাই করা চামচ উপহার দিতে পারেন প্রিয়জনকে । কাঠ বা ঝিনুকের চামচের হাতলে সোনা দিয়ে খোদাই করে দিন নাম বা কোনও নকশা। এক জোড়া এমন চামচ সুন্দর বাক্সে মুড়ে দিন প্রিয়জনকে। আপনার উপহার পছন্দ হতে বাধ্য।

(গয়নার ছবিগুলি প্রতিনিধিত্বমূলক । )

Gold gift ideas within 10000 rupees Gold Price Kolkata Gold Price Gold Gift Ideas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy