জীবনের গ্রাফ কখনই এক পথে চলে না। প্রতি দিনের নানা ঘটনার কারণে নিয়ত এই গ্রাফ ওঠানামা করে। প্রত্যেকেরই নিজস্ব অভ্যেসের গণ্ডি আছে। আর সেই গণ্ডির ভিতরেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশির ভাগ জন। সেই অভ্যেসে সামান্য হলেও পরিবর্তন আসে জীবনে প্রেম এলে। একা থাকা আর কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে মধ্যে ফারাক কিছুটা থাকেই। ছোটখাটো নানা জিনিসের সঙ্গে খাপ খাওয়ানোর সঙ্গে সঙ্গেই নতুন সম্পর্কের সঙ্গে বসত শুরু করে মানুষ।
নতুন সম্পর্ক তৈরি হলে দু’পক্ষকেই মানিয়ে নিতে হয় কিছু কিছু জিনিস। খবর রাখতে হয় একে একে অপরের পছন্দ অপছন্দের দিকটারও। সে কারনেও বদল আসে কিছু অভ্যেসের। কিছু ক্ষেত্রে মানিয়ে নিতেও অসুবিধা হয়।আর তখনই সমস্যা তৈরি হয় সদ্য তৈরি হওয়া সম্পর্কে।
তাই কিছু অভ্যাসে সামান্য বদল এনে সম্পর্ক ও জীবনে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন পড়ে কখনওসখনও। নতুন সম্পর্কে জড়ালে নিজের কোন অভ্যেসগুলোয় রাশ টানা জরুরি সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। কোন কোন দিকে খেয়াল রাখলে প্রথম থেকেই সম্পর্কের ভিত মজবুত হবে, জানেন?