Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lifestyle News

সকালে লেবু জল খাওয়ার সময় এই ভুলটা করেন না তো?

পেট পরিষ্কার রাখা ও ওজন কমানোর জন্য সকালে উঠে খালি পেটে লেবু জল খাওয়ার বিকল্প নেই। সারা বিশ্বের চিকিত্সক থেকে ডায়েটিশিয়ানরা এক বাক্যে স্বীকার করেন লেবু জলের গুণ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৫:০০
Share: Save:

পেট পরিষ্কার রাখা ও ওজন কমানোর জন্য সকালে উঠে খালি পেটে লেবু জল খাওয়ার বিকল্প নেই। সারা বিশ্বের চিকিত্সক থেকে ডায়েটিশিয়ানরা এক বাক্যে স্বীকার করেন লেবু জলের গুণ। তবে লেবু জল যতটা উপকারী, খেতে মোটেও তেমন সুস্বাদু নয়। লেবুর কড়া স্বাদের জন্য অনেকেই বেশি দিন খেতে পারেন না। অথচ নিয়মিত লেবু জল খেলে তবেই পেতে পারেন উপকার।

এক কাপ লেবুর রস থেকে আপনার প্রতি দিনের চাহিদার চেয়ে অনেকটাই বেশি, প্রায় ১৮৭ শতাংশ ভিটামিন সি পাওয়া যায়। এ ছাড়াও লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও তামা। তবে উপকার পাওয়ার জন্য কিন্তু লেবু জল বানানোরও সঠিক নিয়ম রয়েছে। বেশির ভাগ সময়ই আমরা লেবুর রস বের করে খোসা ফেলে দিই। রস জলে মিশিয়ে তৈরি করি লেবু জল। ভুলে গেলে চলবে না যে লেবুর খোসাই সবচেয়ে পুষ্টিকর। যে কারণে রেস্তোরাঁয় লেমোনেড বা ফ্রেশ লাইম সোডায় সব সময়ই দেখবেন ভাসছে খোসা সমেত পাতলা লেবুর টুকরো। জেনে নিন কী ভাবে লেবু জল বানালে সঠিক উপকারও পাবেন, আবার কড়া বিস্বাদও হবে না।

আরও পড়ুন: এই সব ফল খাওয়ার পর জল খেলেই বিপদ

দুটো টাটকা লেবু স্লাইস করে কেটে নিন। মোটা বা পাতলা যেমন খুশি। লেবুর স্লাইস থেকে কিছুটা রস গ্লাসে নিন। খোসা সমেত স্লাইস ও কিছুটা খোসা কুরিয়েও গ্লাসে দিন। ফোটানো গরম জল বা ঠান্ডা জল ঢেলে বানিয়ে নিন আপনার লেমন ওয়াটার। এই লেমন ওয়াটার যেমন উপকারী, তেমনই স্বাদও কড়া নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Tips Weight Loss Lemon Water
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE