Advertisement
১৭ জুন ২০২৪

রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু, চিকিৎসাধীন ৯২৮

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের এক শিশুর মৃত্যু হল রাজ্যে। বুধবার রাতে কলকাতার বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে বছর পাঁচেকের সায়ন দে’র। সল্টলেকের সিডি ব্লকের বাসিন্দা সায়ন রবিবার থেকে হাসপাতালে ভর্তি ছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪০
Share: Save:

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের এক শিশুর মৃত্যু হল রাজ্যে। বুধবার রাতে কলকাতার বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে বছর পাঁচেকের সায়ন দে’র। সল্টলেকের সিডি ব্লকের বাসিন্দা সায়ন রবিবার থেকে হাসপাতালে ভর্তি ছিল।

রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আর একটি শিশুর। বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষই এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতরকে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর কথা জানিয়েছে। সায়ন দে’র মৃত্যু ডেঙ্গি মোকাবিলায় রাজ্যের হাসপাতালগুলির প্রস্তুতি নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। রবিবার সায়নকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর প্রায় তিন দিন তার চিকিৎসা চলেছে। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য এতটা সময় পাওয়া সত্ত্বেও কেন সায়নকে সুস্থ করা গেল না, প্রশ্ন উঠতে শুরু করেছে তা নিয়েই।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গোটা রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৯২৮ জন। কলকাতা পুরসভা জানিয়েছে, শহরের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন ১০৩ জন ডেঙ্গি আক্রান্ত। এঁদের মধ্যে ১৫ জন ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE