হাতি আর মানুষের মধ্যে চলছে জোরদার লড়াই। এ যেন কোনও ছবির দৃশ্য। কখনও এক পক্ষ জিতছে, পর মুহূর্তেই পাল্টা ঘুরে দাঁড়াচ্ছে অপর পক্ষ। বেশ কিছু ক্ষণ টানটান লড়াই চলার পর দু’জনেই হাঁপিয়ে একে অপরকে জড়িয়ে শুয়ে পড়ল।
কিন্তু কী নিয়ে এই লড়াই চলছিল জানেন? শুনতে অবাক লাগলেও দু’জনের মধ্যে চলছিল গদির লড়াই। কে শোবে সেই গদির উপর, তা নিয়েই যত কাড়াকাড়ি।
সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ছোট্ট হাতি ও তার মাহুতের বন্ধুত্বপূর্ণ খুনসুটির ভিডিয়ো মন জয় করেছে বহু মানুষের।
আমরা তো মাঝেমধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়ি। কখনও রেগে যাই, কখনও আবার ঈর্ষা জাগে আমাদের মনে। তবে পশুরাও যে ঈর্ষা জাহির করতে পারে তারই এক ঝলক দেখতে পেল নেটাগরিকরা।
Hey! That's my bed..get up..😠 pic.twitter.com/WX4IaROsvp
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) May 10, 2022
ইতিমধ্যেই ১ লক্ষ ৮১ হাজার জন দেখে ফেলেছেন এই ভিডিয়ো। কেউ এই ভিড়িয়ো দেখে বলেছেন, ‘‘এই দৃশ্য দেখে আমার সন্তানের কথা মনে পড়ে গেল। সেও এই ছোট্ট হাতির মতোই দুষ্টু ছিল ছেলেবেলায়।’’ কেউ আবার বলেছেন, ‘‘এই রকমের ভিডিয়ো সত্যিই মুখে হাসি এনে দেয়। চারিদিকে এত হিংসা তার মাঝেও এ রকম ভিডিয়ো দেখলে মনটা ভাল হয়ে যায়।’’