Advertisement
E-Paper

৭০ পার করেও তিনিই শৌখিনী! ‘দ্য রয়্যালস’-এ জ়িনাত শেখালেন, বয়স হলে কেতাদুরস্ততা কমে না

জিনাত ৭০ পার করে পর্দায় এলেন ‘দ্য রয়্যালস’ নামে এক ওয়েব সিরিজে। আর ভক্তরা বুঝলেন, কেতাদুরস্ততায় এখনও হাল আমলের বহু নায়িকাকে টেক্কা দিতে পারবেন জিনাত।

৭০-এর দশকের নায়িকা এখন বয়সে ৭০ পার। তবু কেতাদুরস্ততায় এগিয়ে জিনাত আমন।

৭০-এর দশকের নায়িকা এখন বয়সে ৭০ পার। তবু কেতাদুরস্ততায় এগিয়ে জিনাত আমন। ছবি : সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১৯:১৮
Share
Save

সত্তরের দশকের বলিউড নায়িকা জ়িনাত আমন। বরাবরই ‘স্টাইলিশ’। পর্দায় তো বটেই পর্দার বাইরেও তাঁর সাজ দেখার জন্য মুখিয়ে থাকতেন বলিউডের পুরুষ এবং মহিলা ভক্তেরা। বিকিনি টপ হোক, করসেট ব্লাউজ় হোক, কাঁচুলি হোক কিংবা শরীরী আদল ফুটিয়ে তোলা যে কোনও পোশাক! এ যুগের নায়িকারা যা এখন পরেন, জ়িনাত তা বছর তিরিশ আগে পরে ফেলেছেন। সেই জ়িনাত৭০ পার করে পর্দায় এলেন ‘দ্য রয়্যালস’ নামে এক ওয়েব সিরিজ়ে। আর ভক্তরা বুঝলেন, কেতাদুরস্ততায় এখনও হাল আমলের বহু নায়িকাকে টেক্কা দিতে পারবেন জ়িনাত।

‘দ্য রয়্যালস’ সিরিজটি এ কালের রাজ পরিবারের সদস্যদের নিয়ে। যাঁদের আর্থিক অবস্থার বোলবোলাও আগের মত না থাক, আন-বান-শান একইরকম রয়েছে। ছবিতে অভিনেতা অভিনেত্রীদের পোশাক পরিচ্ছদের দায়িত্বে ছিলেন বলিউডের খ্যাতনামা দুই পোশাকশিল্পী আবু জানি-সন্দীপ খোসলা। তাঁদের বেছে দেওয়া পোশাকে রাজ পরিবারের বরিষ্ঠ সদস্য হিসাবে জ়িনাতকে কেমন লাগল? ফ্যাশনবোদ্ধারা বলছেন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতাকে কী ভাবে মেশাতে হয়, আর কী ভাবে সেই কেতাদুরস্তার প্রদর্শন করতে হয় তা দেখিয়ে দিয়েছেন জ়িনাত। কেমন সেজেছেন তিনি? দেখে নেওয়া যাক।

১। রাজস্থানী পোশাক

গল্প রাজস্থানের এক রাজপরিবারকে ঘিরে। রাজস্থানের রাজঘরানায় রানিরা পরতেন ‘পোশাক’। এই ‘পোশাক’মানে শুধু পরিধান নয়। এই ‘পোশাক’ সব মিলিয়ে পাঁচটি জিনিসের মিলিজুলি পরিধান— ঘাগরা, কাঁচুলি, কুর্তি, ওড়না এবং রাজস্থানি গয়না। জ়িনাত সেই ঐতিহ্য বজায় রেখেই সেজেছেন। তবে তাঁর পরনের ‘পোশাক’টিতে ঘাগড়ার বদলে পরানো হয়েছে শাড়ি। পিচ রঙা মহার্ঘ্য রেশমের সেই শাড়িতে উজ্জ্বল জরির আরি, জারদৌসি এবং গোটার কাজ। এর সঙ্গে জ়িনাত পরেছেন রাজস্থানীদের মতো টিকলি, চওড়া টায়রার মতো দেখতে মাথাপট্টি এবং গলায় কুন্দনের হার। তার সঙ্গে নজর কেড়েছে জ়িনাতের হাতে থাকা সোনালি রঙের রত্নখচিত ছড়িটিও। যা রাজদণ্ডের কথা মনে পড়ায়।

২। মরচে রঙা কাফতান

এখানে জ়িনাত পরেছেন মরচে রঙা ভেলভেটের কাফতান। সঙ্গে মুক্ত এবং পান্নার কয়েক গাছা মালা। হার, দুল, আংটিতেও মুক্ত -পান্নার মিলমিশ। এর সঙ্গে হাতে সোনার বালা পরেছেন অভিনেত্রী। ইদানীং বলিউডের নায়িকাদের মধ্যে কাফতান পোশাক পরার চল দেখা যাচ্ছে। তবে ৭০ বছর বয়সেও কাফতানে কী ভাবে কেতাদুরস্ততা এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে হয়, তা জ়িনাত সাজ দেখে শেখা যায়। তাঁর রুপোলি চুলের ববকাট স্টাইল অবশ্যই তাঁর সাজে আলাদা মাত্রা এনেছে।

৩। লাল শাড়ি

সিনেমায় নায়িকাদের নাটকীয় ‘এন্ট্রি’ হয়েই থাকে। দ্য রয়্যালস’-এ জ়িনাতের পর্দায় প্রবেশ এই সাজে। টকটকে লাল শাড়ির সঙ্গে উজ্জ্বল গোলাপি বা ফুশিয়া রঙের একটি লম্বা ঝুলের জ্যাকেট পরেছেন জ়িনাত। সঙ্গে মাননসই গয়না তো আছেই। তবে জ়িনাতের কেতাদুরস্ততা আরও এক ধাপ চড়িয়েছে তাঁর ঘাড় ছাপানো চুলের ঢেউ খেলানো স্টাইল এবং গোল সোনালি ফ্রেমের উপর রঙিন মিনাকারি করা চশমাটি।

৪। কালো শাড়ি ও জ্যাকেট

এটিও শাড়ি। তবে একটু অন্যরকম শাড়ি। কালো শিফনের উপর কালো রঙেরই লেসের কাজ করা পাড়। এ ছাড়া শাড়িতে আর কোনও নকশা নেই। একই সঙ্গে সমকালীন অথচ অভিজাত। জ়িনাত এর সঙ্গে পরেছেন কালোর উপর গোলাপি ফুলের নকশা করা লং কোট। সঙ্গে বুকের মাঝখান পর্যন্ত ঝোলা বড় মুক্তোর হারে পান্নারঙের পাথরের লকেট। চশমায় রুপোলি ঈগলের ডানা।

৫। নীল কাফতান ও মিনাকারী গয়না

আরও একটি ভেলভেটের কাফতান পরেছেন জ়িনাত। তবে এটির রং তুঁতে ঘেষা নীল। বুকে হালকা জরির সুতোর কাজ। তার উপরে উপর্যুপরি পরা মিনে কাজের হারের ছড়া রাজকীয়তার সঙ্গে কিছুটা বোহেমিয়ান ভাবও জুড়েছে।

৬। ফুশিয়া কাফতান

৭০ পার করা এক শৌখিনী কাফতানের মতো পোশাকে কতটা কেতাদুরস্ততা আনতে পারেন, তা জ়িনাতকে দেখে শেখার মত। উজ্জ্বল গোলাপি রঙের এই কাফতানটির গলা এবং হাতে রঙিন নকশা। জ়িনাত সেটি পরে দাঁড়িয়েছেন রাজস্থানি কাজ করা রাজবাড়ির একটি দেওয়ালের পাশে। ব্যস। আর কোনও দিকে চোখ ঘোরানোই যাচ্ছে না।

৭। কালো গাউন

কালো রঙের গাউনের সঙ্গে টুইডের লং জ্যাকেট পরেছেন জ়িনাত। কালো জ্যাকেটে নানা রঙের রেশম সুতোর চেক। সঙ্গে কালো রঙের রেশমের কলার। কাঁঁধে রেশমের ঝালর। রাজকীয় পোশাক বোধ হয় একেই বলে। জ়িনাত এর সঙ্গে অল্প গয়না পরেছেন। তবে যেটুকু পরেছেন, তা বাছাই করা এবং মাননসই। চুলে হালকা ঢেউ এবং গাঢ় কাচের চশমায় জ়িনাতকে ভাল দেখাচ্ছে।

৮। বল গাউন

বল নাচের আসরে এই পোশাকটি পরেছিলেন জিনত সূক্ষ্ম সুতোর কাজ করা আনারকলি কাজের সাদা গাউনের দু’কাঁধে পালকের ঝালর জ়িনাতের রূপ বদলে দিয়েছে।

৯। রয়্যাল ব্লু

আবার কাফতান। তবে ‘দ্য রয়্যালস’-এর এই দৃশ্যে রয়্যাল ব্লু রঙেরই কাফতান পরেছেন জ়িনাত। এই কাফতানে রুপোলি জরির কাজ একটু বেশি চওড়া। পায়ের দিক থেকে জরির কাজে মাথা তুলেছে তাজ মহল। তার সঙ্গেও ভারী গয়না পরেছেন জিনত। কী আশ্চর্য! তাতেও তাঁকে দারুণ মানাচ্ছে।

১০। লেহঙ্গা চোলি

ওয়েব সিরিজের একেবারে শেষের দিকে জ়িনাত হেঁটেছেন ফ্যাশন শোয়ের র‌্যাম্পে। সেখানে তিনি পরেছেন আবু এবং সন্দীপের নকশা করা মেরুন আর সোনালি নকশার লেহঙ্গা চোলি। জরদৌসি কাজের সেই পোশাকে স্পষ্ট আবু-সন্দীপের বৈশিষ্ট্য। তার সঙ্গে মাননসই গয়নাও পরেছেন জ়িনাত।

Zeenat Aman The Royals Webseries

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।